সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুক্তির নিয়ম ভাঙার অভিযোগ উঠল দীনেশ কার্তিকের বিরুদ্ধে। যার জেরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) তরফে শো-কজের নোটিসও পাঠানো হল ভারতীয় উইকেটকিপারকে। সাতদিনের মধ্যে উত্তর চাওয়া হয়েছে তাঁর থেকে।
কিন্তু কী এমন করলেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক? আসলে গত বৃহস্পতিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিওয়সের বিরুদ্ধে খেলা ছিল ত্রিনবাগো নাইট রাইডার্সের। বিসিসিআইয়ের তরফে জানা গিয়েছে, সেই উদ্বোধনী ম্যাচে নাকি নাইটদের ড্রেসিংরুমে দেখা গিয়েছিল কার্তিককে। কিন্তু চুক্তি অনুযায়ী, বোর্ডের অনুমতি ছাড়া অন্য কোনও দলের ড্রেসিংরুমে উপস্থিত থাকা যায় না। আর বোর্ডের অনুমতি ছাড়াই শাহরুখ খানের ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজি দলের ড্রেসিংরিমে ঢুকে পড়েছিলেন কার্তিক। এমনকী, ম্যাচ চলাকালীন তাঁকে প্রাক্তন কিউয়ি অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালামের পাশে বসে থাকতেও দেখা গিয়েছিল। যিনি কিনা আবার এককালে কেকেআর দলের অধিনায়কও ছিলেন। সিপিএলে কার্তিকের উপস্থিতির খবর বিসিসিআইয়ের কানে পৌঁছতে বিশেষ সময় লাগেনি। তারপরই কার্তিককে নোটিস পাঠায় বোর্ড। এক সপ্তাহের মধ্যে নোটিসের উত্তরও দিতে বলা হয়েছে।
[আরও পড়ুন: কিশোরী সাঁতারুর যৌন হেনস্তার অভিযোগে অবশেষে গ্রেপ্তার কোচ সুরজিৎ]
Dinesh Karthik hanging out with Baz in the Knight Riders locker room, in their first CPL match. pic.twitter.com/YY1ZZbXfDm
— That nice guy (@Uglybuoy) September 5, 2019
সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ু দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন কার্তিক। চলতি বছর বিশ্বকাপে দলেও জায়গা পেয়েছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে প্রথম একাদশে ছিলেন তিনি। তবে ক্যারিবিয়ান সফরে সীমিত ওভারের সিরিজে তাঁকে বাইরে রেখেই হয়েছিল দল বাছাই। নোটিস পাওয়ার পর অবশ্য কার্তিকের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি কেন ড্রেসিংরুমের ভিতরে গিয়েছিলেন, কেনই বা তাঁকে সেখানে ঢোকার অনুমতি দিয়েছিল ত্রিনবাগো ফ্র্যাঞ্চাইজি, তা এখনও স্পষ্ট নয়।