Advertisement
Advertisement
Sourav Ganguly

হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, ফোনে দাদার খোঁজ নিলেন Sourav

আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

BCCI president Sourav Ganguly's brother Snehasish Ganguly hospitalised | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:August 14, 2021 12:43 pm
  • Updated:August 14, 2021 12:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভরতি করা হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিসকে। শুক্রবার সন্ধেয় কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার পথে আচমকাই শরীর খারাপ লাগে তাঁর। মাস কয়েক আগেই হার্টে স্টেন্ট বসেছে তাঁর। তাই কোনও ঝুঁকি না নিয়েই তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। জানা গিয়েছে, গ্যাসের কারণেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে আপাতত অনেকটাই সুস্থ সিএবি (CAB) সচিব স্নেহাশিস। উল্লেখ্য, ফের গঙ্গোপাধ্যায় পরিবারে হৃদরোগের আক্রমণ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) পর তাঁর অগ্রজর হৃদযন্ত্রেও ব্লকেজ ধরা পড়েছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ। তাঁর বুকে স্টেন্টও বসাতে হয়। কিন্তু তারপরই জানা যায়, সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন। তাঁর বুকেও বসাতে হয় স্টেন্ট। সৌরভের অসুস্থতার সময় জানা গিয়েছিল, হৃদরোগের ‘ফ্যামিলি হিস্ট্রি’ আছে গঙ্গোপাধ্যায় পরিবারের। অর্থাৎ পারিবারিক ভাবেই হৃদরোগে আক্রান্ত হওয়ার একটা প্রবণতা আছে তাঁদের।

Advertisement

[আরও পড়ুন: ‘Khela Hobe’ দিবসে যুবভারতীতে মুখোমুখি ভারত-বাংলা, ঘোষণা রাজ্যের ক্রীড়ামন্ত্রীর]

তার আগে আবার করোনাতেও আক্রান্ত হয়েছিলেন সৌরভের দাদা। যার জেরে সৌরভ, স্ত্রী ডোনা, মেয়ে সানা, মা-সহ গোটা পরিবারকেই হোম কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল। তবে এবারের অসুস্থতা নিয়ে চিন্তার কোনও কারণ নেই বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আপাতত ভারত-ইংল্যান্ড সিরিজের জন্য ব্রিটিশ ভূমেই রয়েছেন সৌরভ। দাদার অসুস্থতার খবর পেলে সেখান থেকেই ফোনে খোঁজ খবর নেন তিনি। তবে কবে স্নেহাশিসকে হাসপাতাল থেকে ছাড়া হবে তা এখনও জানা যায়নি।

Advertisement

[আরও পড়ুন: India vs England: সিরাজ কাঁটায় বিদ্ধ ইংলিশ টপ অর্ডার, টেস্টের দ্বিতীয় দিন স্বস্তিতে ভারত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ