Advertisement
Advertisement
Manoj Tiwary

Manoj Tiwary: এবার রনজি খেলেই অবসর নেবেন, জানিয়ে দিলেন মনোজ

লক্ষ্যের কথা জানিয়ে দিলেন মনোজ।

Bengal star batter Manoj Tiwary will hang his boot after Ranji Trophy 2023-24 season। Sangbad Pratidin

এবারের রনজিতেও বড় রান করতে চান মনোজ তিওয়ারি। ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 16, 2023 11:26 am
  • Updated:December 16, 2023 12:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সাধ অপূর্ণই থেকে গিয়েছে। বাংলার (Bengal) হয়ে রনজি ট্রফিটা (Ranji Trophy) তাঁর কাছে এখনও অধরা। গত তিনবছরে দু’বার ফাইনালে ওঠেও শেষমেশ ট্রফি ছোঁয়া হয়নি। ১৯ বছরের দীর্ঘ প্রথম শ্রেণির কেরিয়ারে চারবার রনজি ফাইনাল খেলার সুযোগ পেয়েছেন। জয়ী দলের সদস্য হতে পারেননি। এবার সেই অপূর্ণ সাধটাই পূরণ করতে চান তিনি।

তিনি মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। যাঁর আবার এটাই শেষ ঘরোয়া মরশুম হতে চলেছে। ঠিক করে ফেলেছেন কেরিয়ার আর দীর্ঘায়িত করবেন না। এবার রনজি শেষেই ক্রিকেটকে চিরতরে বিদায় জানাবেন। স্বাভাবিকভাবেই একটু বেশি আবেগতাড়িত। নিজের কেরিয়ারের শেষ  বছরে বাংলাকে রনজি ট্রফিটা দিয়ে যেতে চান।

Advertisement

[আরও পড়ুন: হার্দিক মুম্বইয়ের নেতা হতেই শেষ হয়ে গেল রোহিত-ধোনির মগজাস্ত্রের লড়াই, সিএসকের পোস্ট ভাইরাল]

মনোজ বলছিলেন, “ঠিক করে নিয়েছি, এটাই আমার শেষ রনজি। এই মরশুমের পরই প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর ঘোষণা করব। তবে তার আগে বাংলার হয়ে রনজিটা জিততে চাই। দেখুন কেরিয়ারে আমি অনেক কিছুই জিতেছি। কিন্তু একবারও রনজি জিততে পারেনি। সেটা আমাকে ভীষণ কষ্ট দেয়। আমরা বেশ কয়েকবার ফাইনাল খেলেছি। গতবার ঘরের মাঠে ফাইনাল ছিল। কিন্তু শেষমেশ জিততে পারিনি। তবে অতীত নিয়ে আর ভাবতে চাই না। এবার ট্রফিটা জিততেই হবে। দেখুন আমি আগেও বলছিল আমাদের টিম খুব ভালো। প্রচুর প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। গত কয়েকবছর ধরে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছি।”

Advertisement

সেই লক্ষ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন মনোজ। রনজি জন‌্য প্র্যাকটিস শুরু করেছেন। এবার শুধু শেষ হার্ডলটা পেরোতে হবে।

[আরও পড়ুন: আশঙ্কাই সত্যি, দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন শামি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ