Advertisement
Advertisement

Breaking News

Champions Trophy

১ লক্ষ টাকারও বেশি! চড়া দামেও মুহূর্তের মধ্যেই নিঃশেষ ভারত-পাক ম্যাচের টিকিট

দেড় লক্ষ ক্রিকেটপ্রেমী ভিড় জমিয়েছিলেন টিকিট কাটার জন্য।

Champions Trophy India Pakistan clash ticket sold in minutes

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:February 4, 2025 1:16 pm
  • Updated:February 4, 2025 1:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিকিট বিক্রি শুরুর আগে থেকেই ভিড় জমিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। ভারত-পাক ম্যাচের টিকিট নিয়ে উত্তেজনা থাকবে, অনুমান ছিলই। কিন্তু রেকর্ড সময়ের মধ্যে শেষ হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথের টিকিট। জানা গিয়েছে, অন্তত দেড় লক্ষ ক্রিকেটপ্রেমী ভিড় জমিয়েছিলেন টিকিট কাটার ওয়েবসাইটে।

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে কম ডামাডোল হয়নি। নিরাপত্তাজনিত কারণে ভারত পাকিস্তানে খেলতে যাবে না। যে কারণে রোহিতদের ম্যাচ হবে দুবাইয়ে। ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে, ২০ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি ভারত-পাক মহারণ। সেই ম্যাচ ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। সোমবার থেকেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। সাধারণ আসনের টিকিটের দাম ১২৫ দিহরাম, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২৯৬৪ টাকা ধার্য করা হয়।

Advertisement

কিন্তু প্রথম থেকেই ভারত-পাক ম্যাচের টিকিটের দাম ছিল আকাশছোঁয়া। প্ল্যাটিনাম লাউঞ্জের দাম রাখা হয় ২ হাজার দিরহাম অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪৯ হাজার টাকা। গ্র্যান্ড লাউঞ্জের দাম ৫ হাজার দিরহাম অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ১৮ হাজার টাকা। দুবাই স্টেডিয়ামে দর্শকাসন ২৫ হাজার। কিন্তু টিকিট কেনার জন্য ওয়েবসাইটে ভিড় জমান অন্তত দেড় লক্ষ ক্রিকেটপ্রেমী। এক ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করেন তাঁরা। লাইন পড়ে দুবাইয়ে টিকিট বিক্রির কেন্দ্রেও। কিন্তু অল্প সময়ের মধ্যেই ম্যাচের টিকিট ফুরিয়ে যায়। হতাশ হয়ে ফিরতে হয় ক্রিকেটপ্রেমীদের। 

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেলে ভারতের ম্যাচ হবে দুবাইয়ে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচ তো বটেই, যদি সেমিফাইনাল ও ফাইনালে উঠতে পারে, তাহলেও মরুশহরেই নামবেন রোহিতরা। তবে দুবাইয়ে খেলা হলেও ভারতীয় দলকে উন্মাদনা তুঙ্গে। কার্যত ‘ঘরের মাঠে’ই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামবে মেন ইন ব্লু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement