সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিম ইন্ডিয়ার অন্দরে ফের বাজল বিয়ের সানাই। গত ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। আর বছরের শুরুতে চার হাত এক হল আরেক বোলারের। তিনি জয়দেব উনাদকাট। আইপিএলে (IPL) একবার সর্বোচ্চ দামী তারকার তকমা পেয়েছিলেন যিনি। তবে একেবারে নিঃশব্দেই বিয়েটা সেরে ফেললেন তিনি। এমনকী সোশ্যাল মিডিয়াতেও নিজে থেকে সে খবর জানাননি জয়দেব।
6 hours, 2 meals & 1 shared mud cake later.. 💍❤️ pic.twitter.com/SEvHFDQwru
— Jaydev Unadkat (@JUnadkat) March 15, 2020
গত বছর মার্চ মাসে বাগদানের খবর জানিয়েছিলেন জয়দেব (Jaydev Unadkat)। প্রেমিকা রিনির সঙ্গে সেরেছিলেন আংটি বদলের পালা। আর মঙ্গলবারই বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। একেবারে সাদামাটা অনুষ্ঠান করেই বিয়ে সারলেন যাদব-রিনি। পরিবারের ঘনিষ্ঠরাই উপস্থিত ছিলেন। তবে তিনি চুপিসারে বিয়ে সারতে চাইলেও তাঁর অনুরাগীরা ঠিকই খবর পেয়ে যান। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে জয়দেবের বিবাহ আসরের ছবিও। আরও একটি ছবিতে দেখা যায়, যাদব-রিনির সংগীতে অনুষ্ঠানে হাজির ছিলেন সৌরাষ্ট্র দলের ক্রিকেটাররা। মেহেন্দিতেও দেখা মেলে সৌরাষ্ট্রের অলরাউন্ডার ধর্মেন্দ্র সিংয়ের।
[আরও পড়ুন: ৯-০! সাউদাম্পটনকে গোলের মালা পরিয়ে ইতিহাসের পাতায় ম্যান ইউ]
গুজরাটের আনন্দ সিটির মধুবন রিসর্টটি সেজে উঠেছিল আলোর রোশনাইয়ে। ক্রিম রঙের সেরোয়ানি পরে বিয়ের আসরে পৌঁছন জয়দেব। রিনির পরনে ছিল লাল লেহেঙ্গা। সেই ছবিই ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রামে। অনেকেই প্রশ্ন করছেন, কে এই রিনি? কীভাবেই বা প্রেমে পড়লেন ভারতীয় বোলার?
View this post on Instagram
জানা গিয়েছে, উনাদকাটের স্ত্রী রিনি পেশায় আইনজীবী। অনেকদিন ধরেই প্রেম পর্ব চলছিল তাঁদের। গত মার্চে বাগদানের খবর দিলেও বিয়ের দিনক্ষণ গোপনই রেখেছিলেন তাঁরা। অবশেষে নতুন বছরে নয়া ইনিংস শুরু করলেন তারকা ক্রিকেটার।