সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১-০ এগিয়ে থেকে ওয়ানডে সিরিজ ভারত (India) হার মানে ২-১-এ। বিশ্বকাপের ঠিক আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ভারতের এই হারের প্রেক্ষিতে পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া (Danish Kaneria) একহাত নিয়েছেন টিম ইন্ডিয়ার বোলারদের। নিজের ইউটিউব চ্যানেলে কানেরিয়াকে বলতে শোনা গিয়েছে, বিশ্বকাপে ভাল কিছু করতে হলে ভাল বোলারের দরকার ভারতীয় দলের।
কানেরিয়া বলছেন, ”ভারতের বোলিং লাইন আপ ব্যর্থ। বিশ্বকাপের জন্য ভারতের ভাল মানের বোলার দরকার। এদের নিয়ে বিশ্বকাপ জেতা সম্ভব নয়। বিশ্বকাপের জন্য এটা ভারতের বোলিং আক্রমণ হতে পারে না। জশপ্রীত বুমরাহর চোট কীরকম, অস্ত্রোপচারের পরে কেমন অবস্থায় রয়েছে বুমরাহ, সেটা কারওরই জানা নেই। বিশ্বকাপের কথা ভেবে উমরান মালিক, অর্শদীপ সিং এবং টি নটরাজনের মতো বোলারদের সুযোগ দিতে হবে।”
অস্ট্রেলিয়ার স্পিনারদের সামনে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা ধরা পড়েছে। অজি স্পিনাররা বল অনেকটাই ঘুরিয়েছে। ভারতীয় স্পিনাররা সেখানে জোরে বল করার দিকে নজর দিয়েছিল। প্রাক্তন পাক স্পিনার বলছেন, ”সবাই বলে ভারতীয় ব্যাটাররা ভাল স্পিন খেলে। ভারতীয় ব্যাটাররা নেটে অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা ও যুজবেন্দ্র চাহালকে খেলে থাকে। নেটে ভারতীয় স্পিনাররা বল টার্নের দিকে বেশি নজর না দিয়ে জোরে বল করার দিকে নজর দেয়। অস্ট্রেলিয়ান স্পিনাররা সেখানে বল ঘুরিয়েছে, যার ফলে ভারতীয় ব্যাটারদের কাজ আরও কঠিন হয়ে যায়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.