Advertisement
Advertisement

‘শামিকে খেলা যন্ত্রণার, কোহলি-রোহিতরাও ওকে ভয় পায়’, কেন একথা বললেন দীনেশ কার্তিক?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শামির বোলিং নজর কেড়েছে।

Dinesh Karthik picks up toughest Indian bowler he has faced । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:February 13, 2023 3:22 pm
  • Updated:February 13, 2023 5:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদ শামিকে (Mohammad Shami) খেলা সবথেকে কঠিন। তাঁর মুখোমুখি হওয়া যন্ত্রণার। ভারতের পেসারকে খেলাকে ‘অত্যাচার’ বলে উল্লেখ করলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)।

বাংলার পেসার সম্পর্কে কার্তিক বলেছেন, ”মহম্মদ শামি সম্পর্কে যদি একটি শব্দ প্রয়োগ করতে হয়, তাহলে আমি বলব শামিকে খেলা যন্ত্রণার। আমার গোটা কেরিয়ারে শামির মতো কঠিন বোলার আমি দেখিনি। নেটে ওর মুখোমুখি হয়েছি বলেই বলেছি, শামির মোকাবিলা করা সব থেকে কঠিন ব্যাপার। শামিকে নেটে খেলেছি। ম্যাচেও শামি আমাকে বেশ কয়েকবার আউট করেছে। কিন্তু নেটে ওকে সামলানো খুবই কঠিন ব্যাপার। আমি প্রথমটায় ভেবেছিলাম আমারই বোধহয় শামিকে সামলাতে কষ্ট হচ্ছে নেটে। কিন্তু কোহলি, রোহিতদের মতো তারকাদের সঙ্গেও আমার শামিকে নিয়ে কথা হয়েছে। ওরাও বলেছে শামিকে খেলতে ওরা ভয় পায়।”  

Advertisement

[আরও পড়ুন: ‘ইডেন ফাইনালে আমরাই এগিয়ে’, সেমিতে জিতে একান্ত সাক্ষাৎকারে বাংলা অধিনায়ক মনোজ]

 

নাগপুর টেস্টে ভারত ১৩২ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। তিন দিনেই ম্যাচ শেষ হয়ে গিয়েছে। রবিচন্দ্রন অশ্বিন পাঁচ উইকেট নিয়েছেন। কিন্তু কার্তিক মুগ্ধ শামিতে। সেই মুগ্ধতা এতটাই যে কার্তিক বলছেন, ”শামির যেটা সবচেয়ে বড় গুণ, তা হল, ম্যাচেও যেভাবে ও বল করে, নেটেও একই ভাবে বল করে যায়। সিম সব সময়ে আপরাইট পজিশনে রাখে। ৬-৮ মিটারের মধ্যে বল রাখে। আর ওই লেন্থে বল রাখলে কট বিহাইন্ড হয় অথবা স্লিপে ক্যাচ তোলে ব্যাটসম্যান। কিন্তু এখানেই শামির দুর্ভাগ্য। খুব ভাল করে যদি দেখা যায়, তাহলে ব্যাটাররা যতবার পরাস্ত হয়েছে ওর বলে, সেই তুলনায় কিন্তু উইকেট পাননি শামি।” 

Advertisement

[আরও পড়ুন: ধরমশালা নয়, এই মাঠেই হবে তৃতীয় টেস্ট, নাম ঘোষণা করল BCCI]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ