BREAKING NEWS

৮ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

‘দলকে আর ১০০ শতাংশ দিতে পারছি না’, ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় বেন স্টোকসের

Published by: Sulaya Singha |    Posted: July 18, 2022 5:38 pm|    Updated: July 18, 2022 6:40 pm

England all-rounder Ben Stokes announces retirement from ODI | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের ত্রাতা হিসেবে ধরা দিয়েছিলেন। ইংল্যান্ডকে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পাইয়ে দেওয়ার অন্যতম কাণ্ডারি ছিলেন তিনি। ওয়ানডে ক্রিকেটে বিশ্বের সেরা অলরাউন্ডারদের তালিকার প্রথম দশেই তিনি। কিন্তু একদিনের ক্রিকেটে আর দেখা যাবে না তাঁকে। আগামী কাল, মঙ্গলবার ডারহামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবারের মতো ওয়ানডে দলের জার্সি গায়ে নামবেন। জানিয়ে দিলেন বেন স্টোকস।

ভারতের (Team India) বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজেও ব্যাটে-বলে নজর কেড়েছিলেন স্টোকস। কিন্তু ওয়ানডে খেলার ক্ষেত্রে শরীর আর সায় দিচ্ছে না। নিঃসংকোচে এ কথা জানিয়েই অবসর ঘোষণা করলেন স্টোকস (Ben Stokes)। সোশ্যাল মিডিয়ায় এদিন দীর্ঘ একটি পোস্ট করেন ইংলিশ অলরাউন্ডার। লেখেন, “মঙ্গলবারই ইংল্যান্ডের হয়ে শেষ ওয়ানডে খেলব। এই ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা বেশ কঠিন ছিল। কারণ ইংল্যান্ড দলে সতীর্থদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করেছি। অসাধারণ একটা সফরের অংশ হতে পেরেছি।”

[আরও পড়ুন: ফের চমক, এবার মোহনবাগানের ৯ নম্বর জার্সি গায়ে চাপাচ্ছেন এই বিশ্বকাপার]

এরপরই যোগ করেন, “তবে বুঝতে পারছি, এই ফরম্যাটে এখন আর দলকে ১০০ শতাংশ দিতে পারছি না। যে এই জার্সির যোগ্য, এবার তার গায়েই উঠুক।”

২০১১ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে অভিষেক হয়েছিল স্টোকসের। ব্যাটার হিসেবে তাঁর সংগ্রহ ২৯১৯ রান। যার মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি। পাশাপাশি একদিনের ক্রিকেটে মোট ৭৪টি উইকেটের মালিক তিনি। এহেন তারকার আচমকা অবসর ঘোষণায় মন খারাপ অনুরাগীদের। তবে রবিবার ভারতের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সময়ও যেন ক্লান্ত দেখাচ্ছিল স্টোকসকে। তারপর আজই এমন ঘোষণা করলেন। স্টোকস জানান, “আর তিনটে ফরম্যাটে খেলা চালিয়ে যেতে পারছি না। শুধু শরীর দিচ্ছে না, এমন নয়, ক্রীড়াসূচিও ঠাসা। তাছাড়া আমার মনে হচ্ছে, আমি হয়তো যোগ্য কারও জায়গাটা দখল করে আছি। তাই চাই, গত ১১ বছরে আমি যেভাবে এই দলের হয়ে খেলাটা উপভোগ করেছি, এবার অন্য কেউ করুক।”

[আরও পড়ুন: ধাওয়ান-কোহলিরা ব্যর্থ হলেও চিন্তা নেই! ভারতীয় মিডল অর্ডার ব্যাটারদের প্রশংসা হার্দিকের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে