Advertisement
Advertisement
Mithali Raj

এবার কি বিজেপির পথে মিতালি রাজ? নাড্ডার সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনা

চলতি বছরই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মিতালি।

Former cricketer Mithali Raj meets BJP national president JP Nadda | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 27, 2022 5:25 pm
  • Updated:August 27, 2022 5:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গে দেখা করলেন প্রাক্তন ক্রিকেটার মিতালি রাজ। শনিবার হায়দরাবাদ বিমানবন্দরে বিজেপি সভাপতির সঙ্গে নিজেই দেখা করতে যান মিতালি। বেশ কিছুক্ষণ নাড্ডার সঙ্গে কথা হয় তাঁর। হঠাৎ মিতালি-নাড্ডা সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে নয়া জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন ওঠা শুরু করেছে, তাহলে কি এবার বিজেপি শিবিরে যোগ দিতে চলেছেন মিতালি?

সামনেই তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন। এই প্রথমবার দক্ষিণ ভারতের এই রাজ্যটিতে ক্ষমতা দখলের লড়াইয়ে নামছে বিজেপি। সেই লক্ষ্যে জোরকদমে সেরাজ্যে প্রচার শুরু করেছে গেরুয়া শিবির। তেলেঙ্গানার বিজেপি সভাপতি বান্দি সঞ্জয় সিং ‘প্রজা সংগ্রাম যাত্রা’ শুরু করেছেন। এই ‘প্রজা সংগ্রাম যাত্রা’র অংশ হিসাবেই সেরাজ্যের প্রথম সারির ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করছেন বিজেপির (BJP) শীর্ষনেতারা। সূত্রের খবর, বিজেপির রাজ্য নেতৃত্বই নাড্ডার সঙ্গে দেখা করার জন্য মিতালিকে অনুরোধ করেন। যদিও এই সাক্ষাৎ ঘিরে এখনই গুঞ্জনের কোনও কারণ তৈরি হয়নি বলেই মিতালির ঘনিষ্ঠ মহল সূত্রের খবর। এই সাক্ষাৎকে নেহাতই সৌজন্য সাক্ষাৎ বলে ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন তিনি।

[আরও পড়ুন: মাদক খাইয়ে খুন সোনালি ফোগাটকে? ভিডিও প্রকাশ্যে আসতেই গ্রেপ্তার গোয়ার রেস্তরাঁ মালিক ও মাদক কারবারি]

চলতি বছরই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মিতালি। গত ৮ জুন নিজের সোশ্যাল অ্যাকাউন্টে দীর্ঘ পোস্ট করে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন মিতালি(Mithali Raj)। ১৯৯৯ সালে কেরিয়ার শুরু করেছিলেন। ব্যাটার হিসেবে তাঁকে শচীন তেণ্ডুলকরের সঙ্গে এক আসনে বসিয়েছে বিসিসিআই। বিশ্বের একমাত্র মহিলা ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মালকিন তিনি। আটবার আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান ছিল তাঁর দখলে। শুধু ব্যাটার হিসেবেই নয়, দলকে নেতৃত্ব দিয়েও বহু ট্রফি জিতিয়েছেন তিনি। ২০১৭ সালে তাঁর অধিনায়কত্বেই বিশ্বকাপের ফাইনালে পৌঁছায় ভারত।

[আরও পড়ুন: এবার সিবিআই নজরে তেজস্বী যাদব, পুরনো মামলায় গ্রেপ্তার হতে পারেন বিহারের উপমুখ্যমন্ত্রী!]

অবসরের পরই মিতালি ইঙ্গিত দেন তিনি ক্রিকেট প্রশাসনে আসতে চান। বিসিসিআইয়ের মধ্যে থেকে মেয়েদের ক্রিকেটের জন্য কিছু করতে চান। কিন্তু সে সুযোগ এখনও আসেনি। অদূর ভবিষ্যতে ক্রিকেট প্রশাসনে যাওয়ার সুযোগ তিনি পাবেন কিনা স্পষ্ট নয়। এরই মধ্যে বিজেপি যোগের হাতছানি চলে এল মিতালির কাছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ