Advertisement
Advertisement
Gautam Gambhir

শ্রীসন্থ বিস্ফোরণের জবাবে গম্ভীরের ‘হাসি’, কী বললেন তিনি?

রইল গম্ভীরের সেই পোস্ট।

Gautam Gambhir made a cryptic post after a heated altercation with Sreesanth । Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Krishanu Mazumder
  • Posted:December 7, 2023 6:13 pm
  • Updated:December 7, 2023 6:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম বিতর্কিত চরিত্র শান্তাকুমারন শ্রীসন্থ (S Sreesanth)। এবার নয়া বিতর্কে জড়ালেন তিনি। সরাসরি কেকেআর মেন্টর গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) একের পর এক বিস্ফোরক অভিযোগে বিদ্ধ করলেন শ্রীসন্থ। শ্রীসন্থ বিস্ফোরণের জবাবও দিলেন গৌতম গম্ভীর। কী বললেন কলকাতা নাইট রাইডার্সের নয়া মেন্টর? 
শ্রীসন্থের কটাক্ষ ‘মিস্টার ফাইটার’ গম্ভীর সবার সঙ্গেই লড়াই করেন। এমনকী, সিনিয়রদেরও সম্মান করেন না। শ্রীসন্থের সঙ্গে গম্ভীরের বিবাদের সূত্রপাত লেজেন্ডস ক্রিকেট লিগ (Legends Cricket League) থেকে। অবসর নেওয়া ক্রিকেটারদের ওই লিগে বুধবার শ্রীসন্থের দল গুজরাট জায়ান্টসের মুখোমুখি হয়েছিল গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিটালস। ওই ম্যাচেই শ্রীসন্থকে পর পর ছক্কা এবং বাউন্ডারি মারেন গম্ভীর। তারপর মাঠের মধ্যেই দুই তারকার মধ্যে উত্তপ্ত দৃষ্টি বিনিময় হয়। বিবাদের শুরু সেখান থেকেই। 

[আরও পড়ুন: স্কোরবোর্ডে বৈষম্যের শিকার পাকিস্তান! বাবর আজমদের কাছে ক্ষমা চাইল ক্রিকেট অস্ট্রেলিয়া]

শ্রীসন্থ বিস্ফোরণ ঘটানোর পরে গৌতম গম্ভীর পালটা দিয়েছেন। এক্স অ্যাকাউন্টে গম্ভীর লিখেছেন, ”স্মাইল হোয়েন দ্য ওয়ার্ল্ড ইজ অল অ্যাবাউট অ্যাটেনশন।” গম্ভীর বলতে চাইলেন, গোটা বিশ্ব যখন দৃষ্টি আকর্ষণ করতে চায়, তখন হাসাই উচিত।  গম্ভীর যে ছবি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে তিনি ভারতের জাতীয় দলের জার্সি পরে রয়েছেন। মুখে লেগে রয়েছে হাসি। শ্রীসন্থের তোপ হাসি দিয়েই ফুৎকারে উড়িয়ে দিলেন ভারতের প্রাক্তন তারকা।
এর আগে শ্রীসন্থ বলেন, ”এখানে আমার কোনও ভুল নেই। মিস্টার গৌতি প্রকাশ্যে আমাকে যে কথা গুলো বলেছেন, একটা ক্রিকেট মাঠে অন্তত সেগুলো বলা শোভনীয় নয়। আমার পরিবার, আমি, আমার রাজ্য যা নিয়ে এত ভুগেছে, আমি যে লড়াইটা করেছি, কোনও কারণ ছাড়া সেটা টেনে আনা হয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচিত, রয়েছে তাক লাগানো এই তিনটি জিনিস]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement