Advertisement
Advertisement
Hardik Pandya

নিজের ‘স্লো’ ব্যাটিং নয়, হারের জন্য সতীর্থদেরই দায়ী করলেন হার্দিক

একইসঙ্গে দলের বোলারদের পাশে থাকছেন হার্দিক।

Hardik Pandya reacts after mumbai's disastrous bowling performance

হার্দিক পাণ্ডিয়া।

Published by: Subhankar Patra
  • Posted:March 28, 2024 2:54 pm
  • Updated:March 28, 2024 7:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL) ইতিহাসে দল হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। মুম্বইয়ের (MI) বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করে ২৭৭ রান করেন অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেনরা। কেন এ রকম হতাশাজনক পারফরম্যান্স? ম্যাচের শেষে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) মুখে উঠে এল ‘অনভিজ্ঞ’ বোলিংয়ের কথা। সানরাইজার্সের রান তাড়া করতে নেমে হার্দিকও রানের গতি বাড়াতে পারেননি। নিজের মন্থর ব্যাটিং নয়, হার্দিক দায়ী করছেন অন্য কাউকে। 

পর পর দুম্যাচে হার। হায়দরাবাদের কাছে লজ্জার বোলিং পারফরম্যান্স। হার্দিকের অধিনায়কত্ব নিয়েও উঠছে একের পর এক প্রশ্ন। তবুও হাসি মুখ বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন নতুন মুম্বই অধিনায়ক। ম্যাচের শেষে তিনি বলেন, “পিচ খুব ভালো ছিল। ২৭৭ রানের পর বোলিং ভালো হয়েছে কিনা সেটা আর গুরুত্বপূর্ণ নয়। বোলাররা চেষ্টা করেছে। যে পিচে দুদল মিলে প্রায় ৫০০ রান হয়, সেখানে বোলারদের পক্ষে ভালো করা কঠিন। আমাদেরও কিছু জিনিস ঠিকঠাক করা উচিত ছিল। আমাদের বোলিং বিভাগ একেবারেই অনভিজ্ঞ। তবু তারা যেভাবে খেলেছে, তা আমার ভালোই লেগেছে।”

Advertisement

[আরও পড়ুন : ক্লাসেনদের দাপটে দিশেহারা অধিনায়ক হার্দিক, মুম্বইয়ের ‘নেতৃত্বে’ ফিরলেন রোহিত!]

মুম্বই দলের পেস বিভাগের নেতৃত্বে থাকেন জশপ্রীত বুমরাহ। যদিও এ বার অধিনায়ক হার্দিক নতুন বলে শুরু করছেন। যা নিয়ে তীব্র সমালোচনাও ধেয়ে আসছে তাঁর দিকে। এছাড়াও দলে ছিলেন অভিজ্ঞ স্পিনার পীযুষ চাওলা ও ফাস্ট বোলার জেরাল্ড কোয়েটজে। তাঁরা প্রত্যেকেই যথেষ্ট অভিজ্ঞ। নতুন মুখ  হিসেবে ছিলেন মুম্বইয়ের জার্সিতে অভিষেক হওয়া দক্ষিণ আফ্রিকার ১৭ বছর বয়সি বোলার কুয়েনা মফাকা। কিন্তু তাঁর ৪ ওভারে ৬৬ রান ওঠে। হার্দিক অবশ্য মফাকার পাশেই দাঁড়াচ্ছেন, “ও অসাধারণ। এতো দর্শকের সামনে প্রথম ম্যাচ খেলতে নামা সহজ নয়। ওর প্রতিভার অভাব নেই। শুধু মানিয়ে নেওয়ার জন্য একটু সময় দরকার।” কিন্তু হার্দিকের ‘অনভিজ্ঞ’ বোলিংয়ের থিওরি মেতে নিতে পারছে না ক্রিকেট ভক্তরা।

Advertisement

[আরও পড়ুন: হার্দিকের স্ট্র্যাটেজিতেই ভুল, লোকসভার প্রচারের মাঝেও মুম্বই অধিনায়ককে তোপ ইউসুফের]

তার সঙ্গে ব্যাটারদেরও প্রশংসা করেছেন মুম্বই অধিনায়ক। তিনি বলেন,”তিলক, রো (রোহিত শর্মা), কিষান, টিম (ডেভিড) প্রত্যেকেই খুব ভালো ব্যাট করেছে। আমার মনে হয় সামান্য কয়েকটা বিষয় ঠিক করলেই আমরা ছন্দে ফিরে আসব।”

এর আগেও আইপিএলের শুরুর দিকে ম্যাচ হেরে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। এ বারও ‘মিরাকল’ হবে? হার্দিককে আশাবাদী শোনালেও ভক্তরা ভরসা পাচ্ছেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ