বিরাট কোহলি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি (Virat Kohli) কি থাকবেন? তা নিয়ে দেশজুড়ে চলছে জোর চর্চা। নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর কোহলির ফিটনেস নিয়ে উচ্ছ্বসিত। সেই আবহেই কোহলির দলের সতীর্থ গ্লেম ম্যাক্সওয়েল কিন্তু অন্য সুর তুলছেন।
অজি তারকা জানিয়েছেন, তিনি আশা রাখেন কোহলিকে বিশ্বকাপের দলে রাখা হবে না। ম্যাড ম্যাক্স রসিকতার আশ্রয়ে বলেছেন, ”চাপের মুখে নিজেকে উজাড় করে দেয় কোহলি। ওর মতো ক্রিকেটারের সঙ্গে আমি আগে কখনও খেলিনি। ২০১৬-র টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের বিরুদ্ধে কোহলি যে ইনিংসটা খেলেছিল, তা অন্যতম সেরা। ম্যাচ জিততে হলে কী করতে হবে তা কোহলির থেকে ভালো কেউ বোঝে না। আমি আশা রাখি ভারত ওকে দলে নেবে না। আমাদের বিরুদ্ধে যেন বিরাট না খেলে।”
ম্যাড ম্যাক্স যে ইনিংসটার উল্লেখ করেছেন, তার পরেই চেজমাস্টার হিসেবে জনপ্রিয়তা পান কোহলি। চলতি আইপিএলেও কোহলির ব্যাট চলছে। তবে বৃহস্পতিবার মুম্বইয়ের বিরুদ্ধে কিন্তু ব্যর্থ হন কোহলি। বুমরাহর বলে ফিরতে হয় কোহলিকে। কিন্তু আসল সময়ে কোহলি যে তেতে ওঠেন। মেলবোর্ন স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কোহলির ওই রান তাড়া চিরকাল মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা। এবারের বিশ্বকাপে কোহলি খেললে মন ভালো করা ইনিংস যে তিনি খেলবেন এব্যাপারে একপ্রকার নিশ্চিত ভক্তরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.