Advertisement
Advertisement
ICC

ক্রিকেটের নিয়মে বড়সড় পরিবর্তন, কী জানাল আইসিসি?

জেনে নিন কী কী পরিবর্তন আনা হল?

ICC has made significant changes to its DRS protocols and concussion replacement rules । Sangbad Pratidin

ক্রিকেটের নিয়মে একাধিক পরিবর্তন।ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:January 4, 2024 3:35 pm
  • Updated:January 4, 2024 3:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটের নিয়মে বড় সড় পরিবর্তন। ডিআরএস-এর (DRS) নিয়ম, কনকাশন পরিবর্তের নিয়ম বদলাতে চলেছে। স্টাম্পিংয়ের নিয়মেও আসতে চলেছে বদল। যদিও ১২ ডিসেম্বর থেকে এই নিয়ম চালু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
স্টাম্পিং আর কট বিহাইন্ডের ক্ষেত্রে এত দিন অতিরিক্ত সুবিধা পাচ্ছিল ফিল্ডিং সাইড। উইকেটকিপার স্টাম্পিংয়ের আবেদন করলে, টেলিভিশন আম্পায়ার কট-বিহাইন্ড পরীক্ষা করে তবেই ব্যাটসম্যান স্টাম্পড হয়েছে কিনা দেখে সিদ্ধান্ত জানাতেন।
নতুন নিয়মের ফলে শুধু সাইড-অন রিপ্লে খতিয়ে দেখবেন টেলিভিশন আম্পায়ার। খতিয়ে দেখা হবে না কট বিহাইন্ড। যে দল ফিল্ডিং করছে, সেই দলকে কট-বিহাইন্ডের আবেদনের জন্য আলাদা রিভিউ নিতে হবে। 

[আরও পড়ুন: রিঙ্গা রিঙ্গা রোজেস, খেলার মাঠে গিল-কোহলির ছেলেখেলা! ভাইরাল ভিডিও]

এখন থেকে কোনও ক্রিকেটার চোট পেলে মাঠে ৪ মিনিটের বেশি চিকিৎসা করাতে পারবেন না। কনকাশন বদলির নিয়মে স্বচ্ছতা আনা হয়েছে। নতুন নিয়মে, কোনও ক্রিকেটারকে যদি কনকাশন বদলি হিসেবে খেলাতে হয়, তাহলে মাঠ ছেড়ে যাওয়া ক্রিকেটারের বোলিংয়ের উপরে নিষেধাজ্ঞা থাকলে তিনিও বল করতে পারবেন না। 

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: ‘বিমানে ওঠার সময়ে দক্ষিণ আফ্রিকা অল আউট, বাড়ি এসে দেখি…’, বিস্মিত শচীনের পোস্ট ভাইরাল]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ