Advertisement
Advertisement
Virat Kohli

রিঙ্গা রিঙ্গা রোজেস, খেলার মাঠে গিল-কোহলির ছেলেখেলা! ভাইরাল ভিডিও

খেলার মাঠে নানা অবতারে কোহলি।

Funny moment of Virat Kohli and Shubman Gill goes viral | Sangbad Pratidin

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 4, 2024 1:18 pm
  • Updated:January 4, 2024 1:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি (Virat Kohli) মাঠে থাকা মানেই দর্শকদের জন্য ভরপুর বিনোদন। নানা অঙ্গভঙ্গি করে সবসময়েই ক্যামেরার নজরে থাকেন কিং কোহলি। গানের তালে নাচ থেকে শুরু করে সতীর্থদের সঙ্গে খুনসুটি- সবক্ষেত্রেই হাজির বিরাট। বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট চলাকালীনও কিং কোহলিকে দেখা গেল নানা মুডে। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলোও। তার মধ্যেই নজর কেড়েছে শুভমান গিলের (Shubman Gill) সঙ্গে বিরাটের মজার দৃশ্য।

কেপটাউনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে ব্যাটিং বিপর্যয়ের কবলে পড়েছে দুই দলই। ২৩ উইকেট পড়েছে একদিনের মধ্যেই। প্রথম দিনের শেষে বেশ এগিয়ে রয়েছে ভারত। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগেই বিরাট-শুভমান মেতে ওঠেন মজার খেলায়। ছোটবেলার স্মৃতি উসকে রিঙ্গা রিঙ্গা রোজেস খেলতে থাকেন জাতীয় দলের দুই তারকা। ভারতীয় ক্রিকেটের কিং আর প্রিন্সের এই খুনসুটির ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

Advertisement

[আরও পড়ুন: প্রকাশ্যে টি-২০ বিশ্বকাপে ভারতের সূচি, কবে অভিযান শুরু মেন ইন ব্লুর?]

শুধু শুভমানের সঙ্গে খুনসুটি নয়, এদিন খেলা চলাকালীন কোহলিকে নানা অবতারে দেখা যায়। রামের ভূমিকাতেও দেখা যায় বিরাট কোহলিকে (Virat Kohli)। ভারতের তারকা ক্রিকেটার তির ছুড়ছেন, সেই ভিডিও সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায়। কেশব মহারাজ মাঠে নামতেই বাজানো হয় ‘রাম সিয়া রাম’ গানটি। সেই সময়েই দেখা যায় বিরাট কোহলি তীর ছোড়ার ভঙ্গিমা করেন। কিছুক্ষণ পরে নমস্কারও করতে দেখা গিয়েছে কোহলিকে। 

এই ম্যাচেই শেষবার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার। দ্বিতীয় ইনিংসে বিরাটের তালুবন্দি হয়েই শেষ হয় তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের সফর। এলগার আউট হতেই বাও করে অভিনন্দন জানান বিরাট। দলের অন্যদেরও উচ্ছ্বাস প্রকাশ করতে বারণ করেন। ভাইরাল হয়ে যায় সেই ভিডিওটিও।

[আরও পড়ুন: জোড়া ফাইনালে হার, তবু আইসিসির বর্ষসেরার পুরস্কার পাওয়ার দৌড়ে দুই ভারতীয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement