সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের (Pakistan Cricket Team) থেকে অনেকটাই এগিয়ে ভারতীয় দল। বিশ্বকাপের (World Cup 2023) ঠিক আগে এমনটাই বললেন প্রাক্তন পাক পেসার ওয়াকার ইউনিস (Waqar Younis)। এশিয়া কাপে ভারতের আধিপত্য দেখার পরেই ওয়াকার এমন সিদ্ধান্তে পৌঁছচ্ছেন। সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে দুরমুশ করে ২২৮ রানে ম্যাচ জেতে ভারত।
বিশ্বকাপে এই দুদলের ম্যাচের দিকে তাকিয়ে গোটা ক্রিকেটবিশ্ব। এই ম্যাচ সবসময়েই চাপের। আবেগের ফুটন্ত কড়াই যেন। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে ওয়াকার ইউনিস ভারতকেই এগিয়ে রাখছেন। তিনি বলেছেন, ”আমরা সবাই জানি ভারত-পাকিস্তান মাদার অফ অল দ্য গেমস। আহমেদাবাদে যখন মুখোমুখি হবে তখন নিজেদের স্নাযুকে নিয়ন্ত্রণে রাখতে হবে। পাকিস্তানকেও চাপে থাকতে হবে যেহেতু দল হিসেবে দুর্বল।” শুধু পাকিস্তানই কি চাপে থাকবে? ভারত থাকবে না? ওয়াকার বলেন, ”ভারতও চাপে থাকবে। কারণ স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের চিৎকার দুটো দলকেই চাপে ফেলে দেবে।”
দুই প্রতিবেশী দলের তুলনা প্রসঙ্গে ওয়াকার বলছেন, ”দলগত পারফরম্যান্সের নিরিখেই যদি বিচার করা হয়, তাহলে বলব ভারত নিঃসন্দেহে ভাল দল।” শেষ মুহূর্তে চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন নাসিম শাহ।ওয়াকার বলছেন, ”নাসিম শাহর অনুপস্থিতি বড় ধাক্কা পাকিস্তানের জন্য। নতুন বলে নাসিম ও শাহিন একে অপরকে দারুণ সাপোর্ট দেয়।”
ভারতের শক্তি সম্পর্কে ওয়াকার বলছেন, ”এই মুহূর্তে কোনও দলই ভারতের সঙ্গে এঁটে উঠতে পারবে না। কারণ ভারতীয় দলে কুলদীপ, জাদেজার মতো ভাল স্পিনার রয়েছে। ভারতের বেঞ্চ স্ট্রেন্থও বেশ ভালো।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.