Advertisement
Advertisement

Breaking News

Cricket World Cup 2023

Cricket World Cup 2023: বাবর আজমের পাশে দাঁড়িয়ে আক্রম, ওয়াকারের মতো প্রাক্তনকে একহাত নিল পিসিবি

ঘুরে দাঁড়াবে পাকিস্তান?

Cricket World Cup 2023: Babar Azam and Inzamam-ul-Haq were given full freedom, PCB issues statement amid Pakistan's crisis। Sangbad Pratidin
Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 26, 2023 5:52 pm
  • Updated:October 26, 2023 7:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ ম্যাচ খেলে ঝুলিতে মাত্র চার পয়েন্ট। হারের হ্যাটট্রিক। ১৪ অক্টোবর টিম ইন্ডিয়ার (Team India) কাছে হার দিয়ে খারাপ সময় শুরু হয়েছিল। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার (Australia) কাছেও হেরে যায় পাকিস্তান (Pakistan)। এমনকি আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধেও শেষরক্ষা হয়নি। স্বভাবতই হারের হ্যাটট্রিক হজম করার জন্য করাচি-লাহোরে নিন্দার ঝড় উঠেছে। দেশের সাধারণ মানুষ থেকে ওয়াসিম আক্রম (Wasim Akram), ওয়াকার ইউনিস (Waqar Yunis), মিসবা-উল-হক (Mishb-ul_Haq), শোয়েব আখতার (Shoaib Akhtar), মহম্মদ আমিরের (Mohammad Amir) মতো প্রাক্তনরা সবুজ বাহিনীর পারফরম্যান্স ও বডিল্যাঙ্গুয়েজ দেখে বিরক্ত। যদিও এমন পরিস্থিতির মধ্যেও অধিনায়ক বাবর আজম (Babar Azam) ও মুখ্য জাতীয় নির্বাচক ইনজামাম-উল-হকের (Inzamam-ul-Haq) পাশেই দাঁড়াল পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। পিসিবি-র (PCB) চেয়ারম্যান মহম্মদ জাকা আশরাফের (Muhammad Zaka Ashraf) তরফ থেকে একটি প্রেস বিবৃতি জারি করা হয়েছে। সেখানেই প্রাক্তন ক্রিকেটারদের একহাত নেওয়ার পাশাপাশি মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)-শাহিন শাহ আফ্রিদিদের (Shaheen Shah Afridi) প্রতি ভরসা দেখানো হয়েছে।

পিসিবি-র তরফ থেকে দেওয়া প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘চলতি বিশ্বকাপে (Cricket World Cup 2023) এখনও পর্যন্ত প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি পাকিস্তান। স্বভাবতই প্রচারমাধ্যম থেকে শুরু করে একাধিক প্রাক্তন ক্রিকেটার বাবর আজম ও টিম ম্যানেজমেন্টের প্রতি বিরক্ত। এমনকি দেশের সাধারণ ক্রিকেটও নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। তবে মনে রাখতে হবে যে হার-জিত খেলার অঙ্গ। আর তাই দলের পাশেই বোর্ড রয়েছে। সেইজন্য অধিনায়ক বাবর আজম ও মুখ্য নির্বাচক ইনজামাম উল হক-কে পূর্ণ স্বাধীনতা দেওয়া হল।”

Advertisement

[আরও পড়ুন: বল হাতে আগুনে পারফরম্যান্সের পর সাংবাদিক বৈঠকেও গনগনে মেজাজে শামি, দেখুন ভাইরাল ভিডিও]

 

Advertisement

জোড়া ম্যাচ জিতে পাকিস্তান বেশ ভালো অবস্থায় ছিল। তবে ব্যাপারটা ঘুরে গেল হারের হ্যাটট্রিকের পর থেকে। বিশেষ ভাবে আফগানদের বিরুদ্ধে আট উইকেটে হারের পর অবস্থা আরও বেগতিক হয়ে গিয়েছে। তবে আপাতত বাবর আজমদের পাশে বোর্ড দাঁড়ালেও, কেন পাকিস্তান চলতি কাপ যুদ্ধে এত খারাপ পারফরম্যান্স করল সেটা নিয়েও কিন্তু পোস্টমর্টেম হবে। সেই বার্তাও দিয়েছে পিসিবি।

বিবৃতিতে লেখা হয়েছে, ‘বিশ্বকাপ মিটলেই দলের সিনিয়র ক্রিকেটারদের নিয়ে বোর্ড আলোচনায় বসবে। তবে আপাতত ক্রিকেটারদের পাশে থাকা উচিত।”

জাতীয় দল খারাপ ফল করলে অধিনায়কের চাকরি যায়। পাকিস্তান ক্রিকেটে এটা নতুন ঘটনা নয়। বাবর আজমও কি সেই তালিকায় নাম লেখাবেন? নাকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতে চাকা ঘোরাবে পাকিস্তান। সেটাই দেখার।

[আরও পড়ুন: ‘নিজেরা ভুল না করলে বিরাট-রোহিতদের হাতেই বিশ্বকাপ দেখছি’, শোয়েবের ভবিষ্যদ্বাণী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ