Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: ‘আর ৫০ ওভারের ফরম্যাটে খেলবেন?’ বড় মন্তব্য করে দিলেন বেন স্টোকস

আবার ৫০ ওভারের ক্রিকেটে ফিরবেন বেন স্টোকস?

ICC ODI World Cup 2023: Ben Stokes pondering on ODI retirement once again due to commitments in Test cricket। Sangbad Pratidin

বেন স্টোকসকে ফের ওডিআই ক্রিকেট খেলতে দেখা যাবে? ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 12, 2023 1:33 pm
  • Updated:November 12, 2023 1:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লজ্জাজনক পারফরম্যান্স। চলতি বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) ৯ ম্যাচের মধ্যে ৬টি ম্যাচ হেরে বিদায় নিয়েছে ইংল্যান্ড। এবারের কাপ যুদ্ধে একেবারেই চেনা ছন্দে ছিলেন না বেন স্টোকস (Ben Stokes)। একইসঙ্গে হাঁটুর চোটে জর্জরিত ছিলেন। ফলে বোলিং করতে পারেননি তারকা ক্রিকেটার। স্বভাবতই প্রশ্ন উঠেছিল, তিনি ফের একবার একদিনের ক্রিকেটকে বিদায় জানাবেন না তো! বিশ্বকাপের পরেই হাঁটুর অস্ত্রোপচার করাবেন স্টোকস। তারপরেই ওডিআই-এ অবসর নিয়ে পুনরায় সিদ্ধান্ত নেবেন তিনি।

স্কাই স্পোর্টসকে স্টোকস বলেন, “একদিনের ক্রিকেট খেলার আলাদা একটা চাপ আছে। সেইজন্য আমি এই ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছিলাম। তাছাড়া আমি টেস্ট অধিনায়ক, সামনে অনেক খেলা আসছে, অনেক কিছু আছে যা আমি টেস্ট দলের হয়ে করতে চাই এবং এটি এমন একটি সিদ্ধান্ত যা সম্ভবত আমাকে বেশ কঠিন অবস্থায় ফেলে দিয়েছ। তাই একদিনের ক্রিকেট খেলা নিয়ে আরও চিন্তা করতে হবে।”

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপে ভরাডুবির জের, বাবরদের মাথায় বসতে পারেন ওয়াকার-আফ্রিদি]

এবারের কাপ যুদ্ধের শেষ ম্যাচ খেলতে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে নেমেছিল ইংল্যান্ড (England)। ইডেন গার্ডেন্সের বাইশ গজে ৭৬ বলে ৮৪ রান করে স্টোকস। তাঁর সঙ্গে জো রুট করেন ৬০ রান। ফলে ৯ উইকেটে ৩৩৭ রান তোলে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ২৪৪ রানে গুটিয়ে দেয় পাকিস্তান। ৯৩ রানে জেতার সুবাদে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির খেলার ছাড়পত্র পেয়ে গেল জস বাটলারের দল। 

Advertisement

বিশ্বকাপ খেলার জন্য অবসর ভেঙেছিলেন স্টোকস। এবার দেশে ফিরে বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করাবেন। তিনি জানুয়ারিতে ইংল্যান্ডের টেস্ট দলের সঙ্গে ভারত সফরে ফিট হওয়ার বিষয়ে আশাবাদী। তিনি জানিয়েছেন, “সামনেই ক্রিসমাস, এই সবকিছুর মধ্যে আমার হাঁটুকে ঠিক রাখাও আমার বড় কাজ। তাই আমি নিজেকে দ্রুত পুনরুদ্ধার করতে চাই।”

কিন্তু নতুন বছর ভারতে সফরে কি স্টোকস আদৌ ভারত সফরে আসতে পারবেন? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

[আরও পড়ুন: রোহিতের নিঃস্বার্থ অধিনায়কত্বই বিশ্বকাপে ব্রহ্মাস্ত্র নীল জার্সির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ