Advertisement
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023: আহমেদাবাদে এক লাখ লোকের সামনে পাকিস্তানের খেলা সহজ নয়, মাইন্ড গেম শুরু সৌরভের

মহারণের অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।

ICC ODI World Cup 2023: Playing India in front of 110,000 fans is very different thing for Pakistan, says Sourav Ganguly। Sangbad Pratidin

মহারণের আগে মাইন্ড গেম শুরু করে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 1, 2023 4:26 pm
  • Updated:September 1, 2023 4:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী কয়েক মাসে বেশ কয়েকবার ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ডুয়েল দেখা যেতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে এশিয়া কাপের (Asia Cup 2023) মঞ্চেই তিন বার আয়োজিত হতে পারে ‘মাদার অফ অল ব্যাটল’। এরপর তো আসন্ন বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখা যাবেই। দুই দেশের একাধিক প্রাক্তন, এই হাইভোল্টেজ ম্যাচকে ‘আর পাঁচটা খেলা’ হিসেবে ব্যখ্যা করেছেন। তবে সেটা মানতে নারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর মতে মর্যাদার এই ম্যাচে রোহিত শর্মা (Rohit Sharma) ও বাবর আজমের (Babar Azam) দলের সবাই পুরো তৈরি হয়েই নামবে। তবে আহমেদাবাদের (Ahamedabad) নরেন্দ্র মোদি স্টেডিয়ামের (Narendra Modi Stadium) এক লাখের গ্যালারিতে যে পাক দল চাপে থাকবে সেটাও জানাতে ভুলে যাননি ভারতের প্রাক্তন অধিনায়ক।

সৌরভ বলেন,”বিশ্বকাপের মঞ্চে অনেক বড় ম্যাচ। সেটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। ভারত বনাম অস্ট্রেলিয়া কিংবা ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ যতটা গুরুত্বপূর্ণ, ভারত বনাম পাকিস্তান ম্যাচও তাই। লাল বলের খেলা হোক কিংবা সাদা বলের খেলা, প্রতি বিপক্ষের বিরুদ্ধে সমান গুরুত্ব দিয়ে খেলতে হবে। আর এটা পাকিস্তান। তাই এমন দলের বিরুদ্ধে আরও ফোকাস নিয়ে খেলতে হবে।”

Advertisement

[আরও পড়ুন: বাবর-শাহিনদের বিরুদ্ধে নামার আগে বড় বার্তা দিলেন ‘কিং কোহলি’, কী বললেন?]

আপাতত সবাই এশিয়া কাপের মঞ্চে ভারত-পাক মহারণে মজে রয়েছেন। তবে সৌরভ কিন্তু এখন থেকেই বিশ্বকাপের মেগা ম্যাচ নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন। এবং আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাবর আজমদের কাজটা যে সহজ হবে না, সেটাও মনে করিয়ে দিলেন মহারাজ।

Advertisement

তিনি ফের যোগ করেন, “এমন মেগা ম্যাচে যে চাপের মধ্যে পারফর্ম করতে পারবে, সে জয়ের মুখ দেখবে। আমাদের সময়ও পাকিস্তান দারুণ দল ছিল। এখনও কিন্তু বাবর আজমদের দল বেশ ভাল। যখনই দু’দলের দেখা হয়েছে তখনই টানটান ম্যাচ হয়েছে। গত বছর এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পাঁচ উইকেটে জয় এর প্রমাণ দেয়। তবে আহমেদাবাদের এক লাখ গ্যালারি ভর্তি সমর্থকদের সামনে পাকিস্তানের খেলা কিন্তু সহজ হবে না।”

শুধু পাকিস্তানের বিরুদ্ধে নয়। গোটা বিশ্বকাপে ভাল পারফরম্যান্স করতে হলে বিরাট কোহলি, রোহিত শর্মার সঙ্গে শুভমান গিলের উপর বাড়তি আস্থা রাখছেন সৌরভ। মহারাজ ফের বলেন, “বিরাট কোহলি খুব ভাল ফর্মে রয়েছে। গত কয়েক মাস ধরে দারুণ খেলছে। ওকে উইকেটে দেখতেও ভাল লাগছে। ভারতের ভাল ফলের জন্য কোহলির ফর্ম ধরে রাখা গুরুত্বপূর্ণ। পাশাপাশি ভাল খেলতে হবে অধিনায়ক রোহিতকেও। অধিনায়ক হিসাবে এটাই ওর প্রথম এবং সম্ভবত শেষ এক দিনের বিশ্বকাপ। চার বছর পরের বিশ্বকাপে হয়তো আর নেতৃত্ব দেবে না। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ এর মধ্যে ধরছি না। কারণ ওটা অন্য ধরনের ক্রিকেট। সঙ্গে ভারতীয় দলকে ভাল পারফরম্যান্স করতে হলে শুভমান গিলের রান করা খুবই গুরুত্বপূর্ণ।”

[আরও পড়ুন: বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে ‘মাদারSa অফ অল ব্যাটল’! কোন অঙ্কে পরের রাউন্ডে ভারত-পাকিস্তান?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ