Advertisement
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023 Sourav Ganguly

ICC ODI World Cup 2023: রোহিতের ভারত বিশ্বকাপ জিতবে? নেটপাড়ায় ঝড় তুলে দিলেন সৌরভ-বীরু- যুবরাজ

বিশ্বকাপ জিতবে টিম ইন্ডিয়া?

ICC ODI World Cup 2023: Sourav Ganguly responds to Virender Sehwag and Yuvraj regarding Team India chance to winning the trophy। Sangbad Pratidin

বিশ্বকাপে ভারতীয় দলকে নিয়ে আলোচনায় সৌরভ ও তাঁর দুই প্রাক্তন সতীর্থ।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 7, 2023 8:00 pm
  • Updated:September 7, 2023 8:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১১ সালের বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) স্মৃতি কি ফিরিয়ে আনতে পারবেন রোহিত শর্মা (Rohit Sharma) -বিরাট কোহলিরা (Virat Kohli)? আসমুদ্র হিমাচল এই প্রশ্নের জবাব খুঁজে বেড়াচ্ছে। টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকারা কাপ যুদ্ধের অভিযানে নামার আগে প্রশ্ন তুললেন যুবরাজ সিং (Yuvraj Singh) ও বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)! সন্দিহান স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্য়ায়ও (Sourav Ganguly)। তিন প্রাক্তন সতীর্থ ও ভারতীয় দলের মহারথীরা টুইটার মাতিয়ে দিলেন কাপযুদ্ধের আলোচনায়।

যুবরাজ সিং টুইটারে লিখেছিলেন, ‘আমরা চাই ২০২৩ বিশ্বকাপে হোক ২০১১ সালের পুনরাবৃত্তি। কিন্তু ২০১১ সালে চাপের মধ্যেও আমরা উজ্জ্বল ছিলাম। আমাদের হাতে কি যথেষ্ট সময় আছে এবার হিসেব বদলে দেওয়ার? এই চাপটাকেই কি গেম চেঞ্জার হিসেবে ব্য়বহার করতে পারব?’

Advertisement

[আরও পড়ুন: ফের একবার বৃষ্টিতে ধুয়ে যেতে পারে ‘মাদার অফ অল ব্যাটল’! আশঙ্কার বার্তা দিল আবহাওয়া দপ্তর]

@YUVSTRONG12 ayi baat pressure ki, toh iss bar hum pressure lenge nahi, denge! Like champions!

Advertisement

Peechle 12 saal mein, host team world cup jeeti hain!

2011 – We won at Home
2015 – Australia won in Australia
2019 – England won in England
2023 – Hum Toofan Machayenge!

#CWC23https://t.co/Dx0VVoTfTd

— Virender Sehwag (@virendersehwag) September 7, 2023

সেই টুইট দেখে বীরু তাঁর প্রাক্তন সতীর্থ যুবিকে পালটা লিখলেন, ‘যদি চাপের কথা হয়, তাহলে বলব এবার চাপ নেব না। চাপ দেব। যেমন চ্য়াম্পিয়নরা করে। বিগত ১২ বছর আয়োজক দেশই বিশ্বকাপ জিতেছে। ২০১১ সালে আমরা ভারতে খেলে ভারতে জিতেছি। ২০১৫ সালে অস্ট্রেলিয়া জিতেছে অস্ট্রেলিয়ায়। ২০১৯ সালে ইংল্য়ান্ডও জিতেছে ইংল্যান্ডে। ২০২৩ সালে আমরা তুফান তুলব।’

 

যুবি-বীরুর টুইট দেখে সেই আলোচনায় ঢুকে যান তাঁদের প্রিয় ‘দাদি’। সৌরভ টুইটারে লিখেছেন, ‘আচ্ছা বীরু, টিম ইন্ডিয়া বিশ্বকাপ জেতার জন্য ফেভারিট, খেলাটা ভারতে হচ্ছে বলেই, আমরা সেই শক্তি আর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছি। হ্যাঁ এটা ঠিক আমরা অস্ট্রেলিয়ায় গিয়ে ওদের বিরুদ্ধে জিতেছি। ইংল্যান্ডে ড্র করেছি। কিন্তু আবার ওদের কাছে বড় ম্য়াচে দু’বার হেরেছি। আমাদের সলিড টিম। বড় সুযোগও রয়েছে। তবে আমাদের বিশ্বকাপের আগে ফিরতে হবে জেতার রাস্তায়।’

ভারতীয় দল এই মুহূর্তে এশিয়া কাপ খেলতে ব্যস্ত। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে তিনটি একদিনের ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। সেই সিরিজ শেষ হলেই শুরু হয়ে যাবে বিশ্বকাপ অভিযান। ভারত কি এবার আইসিসি ট্রফি জয়ের খরা মেটাতে পারবে? সেটাই দেখার ব্যাপার।

[আরও পড়ুন: ‘ঈশান কিষানের আগে কেএল রাহুলকে প্রাধান্য দেওয়া চরম ভুল’, প্রশ্ন তুলে দিলেন ক্ষুব্ধ গম্ভীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ