Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: সেমিফাইনালের আগে বিরাটের সমর্থনে এগিয়ে এলেন থমাস মুলার, দেখুন ভাইরাল ভিডিও

বড় রান করতে পারবেন বিরাট?

ICC ODI World Cup 2023: Thomas Muller dons Virat Kohli's jersey, wishes Team India luck ahead of semifinal against New Zealand। Sangbad Pratidin

বিরাটের জন্য গলা ফাটাচ্ছেন থমাস মুলার।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 14, 2023 2:40 pm
  • Updated:November 14, 2023 2:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলিকে (Virat Kohli) শুধু ক্রিকেটে সীমাবদ্ধ রাখা যাবে না। টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকার সঙ্গে ফুটবলদের নিবিড় যোগাযোগ রয়েছে। আইএসএল-এ (ISL) এফসি গোয়া (FC Goa) দলের মালিকানার সঙ্গে, সুযোগ পেলেই বল পায়ে মাঠে নেমে পড়েন বিরাট। এবারের বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) সেমিফাইনালের আগে ভারতীয় দলকে শুভেচ্ছাবার্তা পাঠালেন থমাস মুলার (Thomas Muller)। এমনকি কাপযুদ্ধে ভারতীয় দলের আদলে তৈরি করা একটি জার্সিও গায়ে চাপিয়ে নেন জার্মানি (Germany) ও বায়ার্ন মিউনিখের (Bayern Munich) প্রবাদপ্রতিম ফুটবলার। সেই ভিডিও নিজেই X হ্যান্ডেলে তুলে ধরেছেন তিনি।

জার্মানির হয়ে ১২৫টি ম্যাচ খেলেছেন থমাস মুলার। অভিষেক ঘটিয়েছিলেন ২০১০ সালে। এমনকি বায়ার্নের হয়ে খেলছেন ৪৭০টি ম্যাচ। X হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন থমাস মুলার। একটি বক্স খুলতেই তার মধ্যে ভারতের জার্সি। পিছনে লেখা মুলার। জার্সি নম্বর ২৫। উচ্ছ্বসিত জার্মান কিংবদন্তি ভিডিও র সঙ্গে বিরাটের উদ্দেশে লিখেছেন, ‘এই দেখো বিরাট কোহলি। জার্সির জন্য ধন্যবাদ। বিশ্বকাপের জন্য অনেক শুভেচ্ছা।’

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপে ভরাডুবির জের, পাকিস্তানের পুরো সাপোর্ট স্টাফ ছাঁটাই! ঘোর অনিশ্চয়তায় বাবরের অধিনায়কত্ব]

 

Advertisement

২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ জয়ী জার্মানি দলের অন্যতম সদস্য ছিলেন তমাস মুলার। এহেন মুলার ২০১৯ সালের বিশ্বকাপেও ভারতীয় দল এবং তৎকালীন অধিনায়ক বিরাটকে শুভেচ্ছা জানিয়েছিলেন। যদিও চার বছর আগে নিউজিল্যান্ডের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারত। এবারও সেই কিউইদের বিরুদ্ধেই শেষ চারের যুদ্ধে নামবে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। রোহিত শর্মার দল কি এবার চাকা ঘোরাতে পারবে?

[আরও পড়ুন: কাপযুদ্ধের সেমিফাইনালে ‘আইকন’ শচীনের কোন দুই রেকর্ড ভাঙতে পারেন বিরাট?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ