Advertisement
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023

Yuzvendra Chahal: ‘আমার গা সওয়া হয়ে গিয়েছে!’, বিশ্বকাপ থেকে বাদ গিয়ে চাহালের বিস্ফোরণ

ব্রাত্য যজুবেন্দ্র চাহালের বিস্ফোরণ।

ICC ODI World Cup 2023: Used to it now, says Yuzvendra Chahal on missing his 3rd mega event। Sangbad Pratidin

২০১৯ সালের বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিলেন যজুবেন্দ্র চাহাল। ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 1, 2023 12:36 pm
  • Updated:October 1, 2023 12:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তাঁকে সুযোগ দেওয়া হয়নি। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও, একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। আর এবার বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) দল থেকেও ছাঁটাই হয়েছেন এই লেগ স্পিনার। চাহালের বাদ যাওয়ায় ক্রিকেট দুনিয়া তোলপাড়। এমন পরিস্থিতিতে নিজের ক্ষোভ উগরে দিলেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা ক্রিকেটার।

বিশ্বকাপ খেলার স্বপ্ন জলে গেলেও, ঘরে বসে নেই এই লেগ স্পিনার। বরং তিনি ইংল্যান্ডে চলে গিয়েছেন। কেন্টের (Kent) হয়ে খেলছেন কাউন্টি ক্রিকেট (County Championship Division One)। সেখানে একটি সংবাদমাধ্যমকে চাহাল বলেন, “এটা তো বিশ্বকাপ। ১৫ জনের বেশি তো দলে নেওয়া যায় না। তাই বাদ গেলাম।”

Advertisement

[আরও পড়ুন: ফের একবার ভুবনজয়ী হওয়ার লক্ষ্যে ইংল্যান্ড, এক নজরে জস বাটলার-জো রুটদের টিম প্রোফাইল]

আন্তর্জাতিক কেরিয়ার থেকে তিনটি আইসিসি ইভেন্ট চোখের সামনে থেকে চলে গেল। পারফরম্যান্স থাকার পরেও তাঁকে কাপ যুদ্ধের দলে সুযোগ দিলেন না অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তাই নিজের ক্ষোভও লুকিয়ে রাখতে পারলেন না। ঘটালেন বিস্ফোরণ।

Yuzvendra Chahal
কেন্টের হয়ে দাপট দেখাচ্ছেন যজুবেন্দ্র চাহাল। ছবি: টুইটার

চাহাল ফের বলেন, “হ্যাঁ আমার খারাপ লেগেছে। বিশ্বকাপের দলে জায়গা না পেয়ে খুবই খারাপ লেগেছে। তবে সেটা নিয়ে ভাবলে তো চলবে না। এগিয়ে যেতেই হবে। সত্যি বলতে এই সব ব্যাপারগুলো আমার গা সওয়া হয়ে গিয়েছে! আর তাই ঘরে না বসে থেকে কাউন্টি খেলতে চলে এলাম। কারণ ক্রিকেট খেলাই আমার একমাত্র লক্ষ্য।”

[আরও পড়ুন: গুটিসুটি মেরে বিমানের ইকোনমি ক্লাসে বিশ্বচ্যাম্পিয়নরা! ‘অব্যবস্থা’ নিয়ে ক্ষোভ বেয়ারস্টোদের]

ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁকে ব্রাত্য করলেও, কেন্টের হয়ে দারুণ পারফরম্যান্স করছেন এই লেগ স্পিনার। নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে ৬৩ রানে ৩ ও ৪৩ রানে ২ উইকেট নেওয়ার পর ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধেও তিনি সফল। প্রথম ইনিংসে ৭০ রানে ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৭০ রানে ২ উইকেট নিয়েছেন তিনি।

এখনও তাঁর টেস্ট অভিষেক ঘটেনি। তবে সীমিত ওভারের ক্রিকেটে তিনি ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনার। তবুও চাহালের কেরিয়ার থেকে তিনটি বিশ্বকাপ বাদ চলে গেল! এহেন চাহাল কি আবার ভারতীয় দলে ফিরতে পারবেন? ফিরলেও কি বিশ্বকাপ দলে না থাকার যন্ত্রণা কি তাঁর কমবে? প্রশ্নটা কিন্তু থেকেই গেল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement