Advertisement
Advertisement
ICC ODI World Cup Final 2023

ICC ODI World Cup Final 2023: বিশ্বকাপের মেগা ফাইনালে ফের ভারত-অস্ট্রেলিয়া মহারণ! দাবি করলেন অজি তারকা

বড় মন্তব্য করে দিলেন নাথান লিয়ন।

ICC ODI World Cup Final 2023: Nathan Lyon predicts 2023 World Cup finalists। Sangbad Pratidin

বিশ্বকাপের ফাইনালে ফের এমন মুহূর্ত দেখা যাবে? আলোচনা তুঙ্গে।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 30, 2023 4:12 pm
  • Updated:October 31, 2023 5:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়াকে (Australia) হারিয়ে এবারের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) অভিযান শুরু করেছিল টিম ইন্ডিয়া (Team India)। চেন্নাইয়ের টার্নিং ট্র্যাকে ডেভিড ওয়ার্নার (David Warner)-স্টিভ স্মিথদের (Steve Smith) বুঝে নিয়ে ১৯৯ রানে অলআউট করার পর, ৬ উইকেটে টিম ইন্ডিয়াকে (Team India) জয় এনে দিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)-কেএল রাহুল (KL Rahul)।

এর পর থেকে রোহিত শর্মার (Rohit Sharma) দল ধারাবাহিকতা বজায় রেখে ‘ছয়ে ছয়’ করে শীর্ষে রয়েছে। সেমিফাইনালে চলে গিয়েছে ভারত। সেখানে ৬ ম্যাচের মধ্যে ৪টি ম্যাচ জিতে এই ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে। মিচেল স্টার্ক-গ্লেন ম্যাক্সওয়েলদের শেষ চার এখনও নিশ্চিত নয়। তবুও নাথান লিয়ন (Nathan Lyon) দাবি করলেন, ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের মেগা ফাইনালে (ICC ODI World Cup Final 2023) ফের একবার ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

Advertisement

[আরও পড়ুন: অটুট বন্ধুত্ব! ইংল্যান্ডকে হারাতেই রোহিতকে কোলে তুলে নিলেন বিরাট, দেখুন ভাইরাল ভিডিও]

তারকা অজি অফ স্পিনার নাথান লিয়ন বলেন, “সত্যি বলতে আমার মনে হয় ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল আয়োজিত হবে। চলতি বিশ্বকাপে ভারত এক নম্বর দলের মতো ক্রিকেট খেলছে। তবে আমরাও কিন্তু পিছিয়ে নেই। শুরুতে দুটি ম্যাচ হারলেও, পরপর চারটি ম্যাচ আমরা জিতেছি। আমাদের দল জয়ের স্বাদ পেয়ে গিয়েছে। তাই আমার মনে হয় ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে।”

লিয়ন নিজের দেশের জন্য গলা ফাটালেও দক্ষিণ আফ্রিকাও কিন্তু ফর্মের তুঙ্গে রয়েছে। কুইন্টন ডি কক, আইডেন মার্করাম, ডেভিড মিলার, হেনরিক ক্লাসেনরা দারুণ ফর্মে রয়েছেন। ব্যাটিংয়ের সঙ্গে বোলারাও সাফল্য পাচ্ছেন। সেটা লিয়ন জানেন। তিনি যোগ করেছেন, “দক্ষিণ আফ্রিকা এবার ছন্দে রয়েছে। ওদের ব্যাটিং-বোলিং সব বিভাগেই একাধিক পারফর্মার রয়েছে। তবুও আমারা মনে হয় ইতিহাস বজায় রেখে অস্ট্রেলিয়া ফের একবার ফাইনালের টিকিট আদায় করবে।”

[আরও পড়ুন: যত কাণ্ড পাকিস্তানে, বাবরের গোপন হোয়াটসঅ্যাপ ফাঁস করে দিলেন জাকা আশরাফ!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement