Advertisement
Advertisement
ICC T20 World Cup 2024

ICC T20 World Cup 2024: ১০ বছর পর ফের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল, ইতিহাস গড়ে জায়গা করে নিল ওমান

নিজেদের মেলে ধরার জন্য মুখিয়ে রয়েছে নেপাল-ওমান।

ICC T20 World Cup 2024: Good news for Nepal and Oman, both team are qualify for the upcoming T20 World Cup। Sangbad Pratidin

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল, ওমান।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 3, 2023 6:08 pm
  • Updated:November 3, 2023 6:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব ক্রিকেটের আঙিনায় উঠে এল আরও দুটি দল। নেপাল (Nepal) এবং ওমান (Oman)। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) এবং মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2024)। সেই প্রতিযোগিতায় এবার এশিয়ার দুই দলকে দেখা যাবে। নেপাল এর আগে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও, ওমান কিন্তু এই প্রথমবার ২০ ওভারের বিশ্ব যুদ্ধে অংশ নেবে।

এশিয়া কোয়ালিফায়ারের দ্বিতীয় সেমিফাইনালে সংযুক্ত আরব আমিরশাহিকে আট উইকেটে হারিয়ে দেয় নেপাল। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৩৪ রান তোলে আমিরশাহি। ৩টি উইকেট নেন কুশল মল্ল, ২টি উইকেট নেন সন্দীপ লামিছানে। ১৩৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৭ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় নেপাল। ৫১ বলে অপরাজিত ৬৪ রানে অপরাজিত থাকেন আসিফ শেখ। এছাড়া ২০ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক রোহিত পাওডেল।

Advertisement

[আরও পড়ুন: দর্শকদের জন্য সুখবর, ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ, চলবে বাড়তি মেট্রো]

অন্যদিকে প্রথম সেমিফাইনালে বাহারিনকে ১০ উইকেটে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে ওমান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান তোলে বাহারিন। ১০ রানে ৪টি উইকেট নেন ওমানের আকিব ইলিয়াস। এছাড়া ২টি উইকেট নেন শাকিল আহমেদ। একটি করে উইকেট নেন বিলাল খান, ফয়জ ভাট ও জিশান। ১০৭ রানের টার্গেট তাড়া করতে নেমে সহজেই জিতে যায় ওমান। ১৪.২ ওভারে কোনও উইকেট না হারিয়েই টার্গেট পূরণ করে ফেলে ওমান। ৩৪ বল বাকি থাকতেই কাশ্যপ প্রজাপতি, প্রতীকরা ওমানকে জিতিয়ে মাঠ ছাড়েন।

Advertisement

[আরও পড়ুন: ‘ভারতীয় বোলাররা চিটিং করছে!’ পাক ওপেনারের বিতর্কিত মন্ত্যবের কড়া জবাব দিলেন আকাশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ