Advertisement
Advertisement
IND vs ENG

বেন স্টোকসদের বিরুদ্ধে নামার আগে একাধিক রেকর্ড গড়ার অপেক্ষায় অশ্বিন-জয়সওয়াল

রেকর্ড বুকে নাম তুলতে পারবেন অশ্বিন-জয়সওয়াল?

IND vs ENG: Ravichandran Ashwin and Yashasvi Jaiswal can break these record against England। Sangbad Pratidin

ইংল্যান্ডের বিরুদ্ধে ফের দাপট দেখাতে মরিয়া অশ্বিন-জয়সওয়াল।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 22, 2024 3:36 pm
  • Updated:February 22, 2024 4:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাঁচিতেই ইংল্যান্ডের (England) বিরুদ্ধে জিতে সিরিজ (IND vs ENG) পকেটে পুরতে মরিয়া টিম ইন্ডিয়া (Team India)। রোহিত শর্মার (Rohit Sharma) দলের বিরুদ্ধে নামার আগে এমনিতেই জেএসসিএ স্টেডিয়ামের বাইশ গজ নিয়ে চিন্তিত বেন স্টোকস (Ben Stokes)। এরমধ্যে আবার ইংরেজদের বিরুদ্ধে রেকর্ড গড়ার অপেক্ষায় রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। কোন নজির গড়ার মুখে দাঁড়িয়ে রয়েছেন দলের দুই তারকা? সংবাদ প্রতিদিন.ইন-এর পাঠকদের জন্য তুলে ধরা হল…

টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক উইকেট নেওয়ার সুযোগ: রাজকোট টেস্টেই কেরিয়ারের ৫০০তম উইকেট নেওয়ার নজির গড়েছিলেন অভিজ্ঞ অফ স্পিনার। জ্যাক ক্রলিকে আউট করতেই ভারতের দ্রুততম ও দুনিয়ার দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০০তম উইকেট নিয়েছিলেন। আপাতত ৯৮টি টেস্টে তাঁর উইকেট সংখ্যা ৫০১। এমন প্রেক্ষাপটে এবার রাঁচি টেস্টে আরও একটি রেকর্ড গড়তে পারেন অশ্বিন। সাহেবদের বিরুদ্ধে আর মাত্র একটি উইকেট নিলেই অশ্বিন হবেন ভারতের প্রথম বোলার, যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০০টি উইকেট নেবেন। এখনও পর্যন্ত ২২টি টেস্টে তাঁর উইকেট সংখ্যা ৯৯। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন ভগবত চন্দ্রশেখর। প্রাক্তন লেগ স্পিনার ২৩টি টেস্টে ৯৫টি উইকেট নিয়েছিলেন।

Advertisement

[আরও পড়ুন: গোড়ালির চোট সারেনি, আইপিএল থেকে ছিটকে গেলেন মহম্মদ শামি]

অনিল কুম্বলের জোড়া রেকর্ড ভাঙার অপেক্ষায় অশ্বিন: অশ্বিনের দরকার আর তিন উইকেট। রাঁচি টেস্টে ইংল্যান্ডের তিন ব্যাটারকে ফেরালেই অশ্বিন হবেন ভারতের প্রথম বোলার যিনি ঘরের মাঠে সবচেয়ে বেশি উইকেট নেবেন। এই তালিকার শীর্ষে রয়েছেন কুম্বলে। দেশের মাঠে ৬৩টি টেস্টে কুম্বলে নিয়েছিলেন ৩৫০টি উইকেট। সেখানে এখনও পর্যন্ত ৫৮টি টেস্টে অশ্বিনের ঝুলিতে রয়েছে ৩৪৮টি উইকেট। এদিকে কুম্বলের আরও একটি নজির ভাঙতে পারেন অশ্বিন। কেরিয়ারে ১৩২টি টেস্টে ৩৫বার ৫ উইকেট নিয়েছিলেন কুম্বলে। সেখানে ৯৮টি টেস্টে অশ্বিন ৩৪বার ৫ উইকেট নিয়ে ফেলেছেন। যদি চতুর্থ টেস্টে অশ্বিন এই কীর্তি গড়তে পারেন, তাহলে টপকে যাবেন কুম্বলেকে।

Advertisement

ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙার অপেক্ষায় জয়সওয়াল: এখনও ৭টি টেস্টে যশস্বীর রান ৮৬১। চতুর্থ টেস্টে যশস্বী আর ১৩৯ রান করতে পারলেই, এই বাঁহাতি ওপেনার হবেন দুনিয়ার প্রথম ক্রিকেটার যিনি সবচেয়ে দ্রুত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০০ রান করার নজির গড়বেন। একইসঙ্গে এই কীর্তি গড়লে যশস্বী হবেন ভারতের প্রথম ও দুনিয়ার দ্বিতীয় ব্যাটার, যিনি টেস্টে সবচেয়ে দ্রুত ১০০০ রান করবেন। এখানেও শীর্ষে রয়েছেন ব্র্যাডম্যান। মাত্র ৭টি টেস্টেই ১০০০ রান পূর্ণ করেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি। এদিকে ভারতীয়দের মধ্যে মাত্র ১২টি টেস্টে ১০০০ করে ফেলেছিলেন বিনোদ কাম্বলি। দুজনের রেকর্ড ভাঙার অপেক্ষায় রয়েছেন ২২ বছরের তরুণ।

ডবল সেঞ্চুরির হ্যাটট্রিক করার হাতছানি: চলতি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টে ডবল সেঞ্চুরি করে ইতিমধ্যেই সবার নজরে এসেছেন যশস্বী। রাঁচিতেও এক ইনিংসে ২০০ রান করলে, তিনি হবেন প্রথম ব্যাটার যিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে ডবল সেঞ্চুরি করার হ্যাটট্রিক সেরে ফেলতে পারেন। বাইশ গজের যুদ্ধে এর আগে মাত্র ছয় জন ব্যাটার পরপর দুটি ডবল সেঞ্চুরি করেছিলেন। তাঁরা হলেন ওয়ালি হ্যামন্ড (ইংল্যান্ড), ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া), বিনোদ কাম্বলি (ভারত), কুমার সঙ্গাকারা (শ্রীলঙ্কা), মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া), এবং বিরাট কোহলি (ভারত)।

দ্বিতীয় ব্যাটার হিসেবে একটি টেস্ট সিরিজে ডবল সেঞ্চুরির হ্যাটট্রিক করার সুযোগ: বিশাখাপত্তনম, রাজকোটের পর রাঁচিতেও যশস্বী ডবল সেঞ্চুরি করলে, তিনি দ্বিতীয় ব্যাটার হিসেবে ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেলবেন। ১৯৩০ সালের অ্যাশেজে ব্র্যাডম্যান ডবল সেঞ্চুরির হ্যাটট্রিক করেছিলেন।

[আরও পড়ুন: ‘মাহিভাইয়ের সঙ্গে দেখা করতে চাই’, টেস্ট অভিষেকের পর স্বপ্নপূরণের আশায় জুরেল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ