Advertisement
Advertisement
IND vs PAK

IND vs PAK: মিডল অর্ডারে ভাঙনের পর ব্যর্থ বোলিং, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হারল ভারত

হেলায় ভারতকে উড়িয়ে দিল পাকিস্তান।

IND vs PAK: Pakistan beat arch rivals India by 8 wickets in the Under 19 Asia Cup। Sangbad Pratidin

আজান আওিসের অপরাজিত শতরানের উপর ভর করে ভারতকে হারাল পাকিস্তান।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 10, 2023 6:55 pm
  • Updated:December 10, 2023 7:04 pm

ভারত অনূর্ধ্ব ১৯: ২৫৯/৯ (আদর্শ সিং ৬২, উদয় শাহরান ৬০, শচীন ধাস ৫৮, মহম্মদ জিশান ৪/৪৬)
পাকিস্তান অনূর্ধ্ব ১৯: ২৬৩/২ (আজান আওিস ১০৫*, শাহজাইব খান ৬৩, সাদ বেগ ৬৮*, মুরুগন অভিষেক ২/৪১)
পাকিস্তান ৮ উইকেটে জয়ী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানকে ৭ উইকেটে জয় দিয়ে শুরু করলেও, এবার হারের মুখ দেখতে হল। চলতি অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে (Under 19 Asia Cup 2023) নিজেদের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan) কাছে ৮ উইকেটে হার হজম করল টিম ইন্ডিয়া (Team India)। বড়দের এশিয়া কাপের (Asia Cup 2023) পর গত ৫০ ওভারের বিশ্বকাপ (ICC World Cup 2023), বাবর আজমের (Babar Azam) দলকে হেলায় হারিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলিরা (Virat Kohli)। তবে ছোটরা জয়ের মুখ দেখতে পারল না। কারণ মহম্মদ জিশান (Mohammad Zeeshan) ৪৬ রানে ৪ উইকেট নেওয়ার পর, আজান আওিস (Azan Awais) ১০৫ রানে অপরাজিত থেকে খেলা ঘুরিয়ে দিলেন। 

Advertisement

রবিবার, ১০ ডিসেম্বর দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন পাক অধিনায়ক সাদ বেগ। দুই ওপেনার আদর্শ সিং ও আরশান কুলকার্নি শুরুটা ভালোই করেছিলেন। তবে আরশান ২৪ বলে ২৪ রানে আউট হয়ে যান। আদর্শ ফিরে যান ৬২ রানে।

Advertisement

এর পর মহম্মদ জিশান বাইশ গজে দাপট দেখাতে শুরু করেন। ইনিংসের ১২তম ওভারে প্রথমবার বল করতে আসেন জিশান। নিজের প্রথম ওভারেই তিনি আউট করেন রুদ্র প্যাটেলকে। রুদ্রকে সাজঘরে ফিরিয়ে সেলিব্রেশনের সময় রীতিমতো রূদ্রমূর্তি ধরেন পাক পেসার। ব্যাটারের ঠিক সামনে গিয়ে যেভাবে হাত-পা ছুঁড়তে দেখা যায় পাক পেসারকে, তাতেই বোঝা যায় কতটা উদ্দীপ্ত ছিলেন তিনি।

[আরও পড়ুন: এবার পরীক্ষার প্রশ্নপত্রে বিরাটের নাম! ভাইরাল হওয়া ছবি দেখলে চমকে যাবেন]

 

এর আগে নেপালের বিরুদ্ধে ৯.২ ওভারে ১টি মেডেন দিয়ে ১৯ রানে ৬টি উইকেট নিয়েছিলেন। আর এবার ভারতের বিরুদ্ধে নিলেন ৪৬ রানে ৪ উইকেট। ফলে প্রতিযোগিতার ২ ম্যাচে ১০ উইকেট তুলে নিলেন ৬ ফুট ৮ ইঞ্চির এই ডানহাতি পেসার। তাঁর দাপটেই ভারতের মিডল অর্ডারে ধস নামে। উদয় শাহরান ৬০ ও শচীন ধাস ৫৮ রান করেন। এছাড়া আর কেউ মাথা তুলে দাঁড়াতে পারেননি। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৯ রানে আটকে যায় টিম ইন্ডিয়া।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার শ্যামিল হুসেইন আউট হয়ে যান। যদিও এতে রান তাড়া করতে পাকিস্তানকে বেগ পেতে হয়নি। দ্বিতীয় উইকেটে শাহজাইব খানকে সঙ্গে নিয়ে আজান আওিস ১১০ রান যোগ করেন। আর সেখানেই ঘুরে যায় খেলা। শাহজাইব ৮৮ বলে ৬৩ রানে আউট হলেও, শতরান করেন আজান। তিনি ১৩০ বলে ১০৫ রানে অপরাজিত থাকেন। তাঁর এই ইনিংস ১০টি চার দিয়ে সাজানো ছিল। আজান একটা দিক আগলে রেখে ব্যাট করলেও, পাক অধিনায়ক সাদ বেগ ছিলেন শুরু থেকেই আগ্রাসী মেজাজে। ৫৩ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। মারলেন ৮টি চার ও ১টি ছক্কা। দুই পাক ব্যাটার তৃতীয় উইকেটে অবিচ্ছেদ্য ১২৫ রানের জুটির সৌজন্যেই ভারতকে হেলায় হারাল পাকিস্তান। 

[আরও পড়ুন: ট্যাক্সিচালকের মেয়ে মুম্বই ইন্ডিয়ান্সে! উইমেন্স প্রিমিয়ার লিগে নাম লেখালেন অখ্যাত কীর্থনা বালাকৃষ্ণান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ