Advertisement
Advertisement
Shubman Gill

প্রথম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়ে রোহিতকে পিছনে ফেললেন শুভমন, ঠাঁই কোহলি-যুবির পরই

সেঞ্চুরির পর শুভমন গিলের কীর্তি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

IND vs ZIM: Shubman Gill surpasses Rohit Sharma, joins Virat Kohli, Yuvraj | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:August 22, 2022 5:32 pm
  • Updated:August 22, 2022 5:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন যাচ্ছে, দলে নিজের স্থান আরও মজবুত করছেন শুভমান গিল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুরন্ত পারফরম্যান্সের পর এবার জিম্বাবোয়ের বিরুদ্ধেও দারুণ ফর্মে ধরা দিলেন ভারতীয় ওপেনার। চলতি সিরিজের তৃতীয় ম্যাচে কেরিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি ঝুলিতে ভরলেন গিল। আর সেই সঙ্গে টপকে গেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। রেকর্ডের তালিকায় জায়গা পেলেন বিরাট কোহলি ও যুবরাজ সিংয়ের পরই।

কেএল রাহুলের নেতৃত্বে ইতিমধ্যেই জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ পকেটে পুরেছে ভারত। তাই হারারেতে সোমবারের ম্যাচ নেহাতই নিয়মরক্ষার। তবে এই ম্যাচে হোম ফেভারিটদের হারিয়ে তাদের হোয়াইটওয়াশ করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার (Team India)। আর সেই লক্ষ্যেই এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাহুল। শিখর ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে ফের ওপেন করেন তিনি। শুভমান নামেন তিন নম্বরে। আর শুরু থেকেই জিম্বাবোয়ের বোলারদের সঙ্গে রীতিমতো ছিনিমিনি খেলতে থাকেন।

Advertisement

[আরও পড়ুন: আরও বাড়ল দুর্গাপুজোর অনুদান, রাজ্যের ক্লাবগুলির জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর]

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে-তে ৯৮ রানে অপরাজিত ছিলেন শুভমন (Shubman Gill)। তবে এদিন সুযোগের সদ্ব্যবহার করে ৯৭ বলে ১৩০ রানের দুরন্ত ইনিংস খেলে ফেরেন প্যাভিলিয়নে। তাঁর অনবদ্য ইনিংস সাজানো ছিল ১৫টি চার এবং একটি ওভার বাউন্ডারি দিয়ে। একদিনের ক্রিকেটে প্রথম শতরান হাঁকিয়েই নয়া রেকর্ডের মালিক হয়ে গেলেন তিনি। বিদেশের মাটিতে ওয়ানডে-তে সেঞ্চুরি করার নিরিখে কনিষ্ঠ ক্রিকেটারদের তালিকায় যুবরাজ সিং এবং বিরাট কোহলির পরই তিন নম্বরে উঠে এলেন তিনি। ২২ বছর ৩৪৮ দিনে এই কীর্তির মালিক হলেন তিনি। পিছনে ফেললেন রোহিতকে।

Advertisement

সেঞ্চুরির পর শুভমন যে কৃতজ্ঞতার ভঙ্গিতে মাথানত করলেন, সেই কীর্তির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাঁর এহেন সাফল্যের জন্য টুইটারে গিলকে অভিনন্দন জানান যুবরাজ সিং (Yuvraj Singh)। লেখেন, “এই সেঞ্চুরি তোমারই প্রাপ্য। তোমার ব্যাটে আরও অনেক শতরান আসুক।”

[আরও পড়ুন: অনুব্রতর জামাইবাবু-ভাগ্নে চালকলের মালিক! তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ