BREAKING NEWS

১১ চৈত্র  ১৪২৯  রবিবার ২৬ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

Mamata Banerjee: আরও বাড়ল দুর্গাপুজোর অনুদান, রাজ্যের ক্লাবগুলির জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published by: Paramita Paul |    Posted: August 22, 2022 5:06 pm|    Updated: August 22, 2022 7:29 pm

Durga Puja 2022: CM Mamata Banerjee hikes donation for clubs

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজো (Durga Puja 2022) উপলক্ষে রাজ্যের ক্লাবগুলিকে আর্থিক অনুদানের পরিমাণ আরও বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। করোনা পরিস্থিতিতে গত বছর পুজোয় ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছিল রাজ্য। এবার তা বেড়ে দাঁড়াল ৬০ হাজার টাকা। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পুজোর বৈঠক থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শুধু আর্থিক অনুদান নয়, ছাড় দিলেন একাধিক করেও। তাঁর ঘোষণার পরই হাততালিতে ফেটে পড়ে স্টেডিয়াম। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে শুরু করেন পুজো উদ্যোক্তারা। 

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। এবার বিশ্বের দরবারে সমাদৃত বাংলার দুর্গাপুজো। বিশেষ সম্মান দিয়েছে ইউনেস্কো (UNESCO)। তাই এবার আরও ঝলমলে রাজ্যের দুর্গাপুজো। একমাস আগে থেকে শুরু হবে উদযাপন। এবারের পুজো কেমন হবে, কবে হবে কার্নিভ্যাল, এদিন সেই রোডম্যাপ তৈরি করে দিলেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: অনুব্রতর জামাইবাবু-ভাগ্নে চালকলের মালিক! তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য]

রাজ্যে মোট ৪০ হাজার ৯২টি পুজো হয়। এর মধ্যে দু’হাজারের বেশি পুজো মহিলা পরিচালিত। কলকাতা পুলিশের আওতাধীন ২৭ হাজার পুজো মণ্ডপ। পুজো কমিটিগুলির উপর থেকে আর্থিক চাপ কাটাতে একাধিক ছাড়ের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। গত বছর পর্যন্ত মণ্ডপের বিদ্যুতের বিলে ৫০ শতাংশ ছাড় দেওয়া হত। এবার সেই ছাড়ের পরিমাণ বেড়ে দাঁড়াল ৬০ শতাংশ। পুজো মণ্ডপগুলির দমকলের খরচ, বিজ্ঞাপন-সহ বিভিন্ন কর লাগে না। এবারও সেই ধারা বজায় থাকছে। আগের মতোই পুজোর অনুমতি চেয়ে আবেদন করা যাবে অনলাইনে।

এদিন মুখ্যমন্ত্রী পুজো কমিটির উদ্দেশে বলেন, “কেন্দ্র সব টাকা বন্ধ করে দিয়েছে। রাজ্যের তহবিলের অবস্থা খারাপ। তার মধ্যেও কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়া হবে।” গত বছর পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা অনুদান দিত রাজ্য। এবার একধাক্কায় তা বেড়ে হল ৬০ হাজার টাকা। 

[আরও পড়ুন: অনুব্রতর জামাইবাবু-ভাগ্নে চালকলের মালিক! তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে