ভারত- ১৮৬/৫ (সূর্যকুমার ৬১, রাহুল ৫১)
জিম্বাবোয়ে- ১১৫ ( বার্ল ৩৫, অশ্বিন ৩/২২, পাণ্ডিয়া ২/১৬)
ভারত ৭১ রানে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে নামার আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল। তারপরেই রবিবারের ম্যাচে জিম্বাবোয়েকে (India vs Zimbabwe) উড়িয়ে দিল ভারত। ব্যাট হাতে কে এল রাহুল ও সূর্যকুমার যাদবের দাপটের পরে বোলিংয়ে ঝড় তুললেন মহম্মদ শামি-অর্শদীপ সিংরা। ৭১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতল ভারত। গ্রুপ ২ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠে গেল ভারত। আগামী বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামবে রোহিত ব্রিগেড।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। পাকিস্তান, নিউজিল্যান্ডের কাছে হেরে বিধ্বস্ত হয়ে আরব আমিরশাহী থেকে ফিরে আসতে হয়। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারানোর পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ভারতকে। দক্ষিণ আফ্রিকার কাছে হার ছাড়া মোটের উপর ভালই পারফরম্যান্স করে ভারত। তারপর থেকে লাগাতার ম্যাচ জিতে নিয়ে শেষ চারে নিজেদের জায়গা পাকা করে ফেলে মেন ইন ব্লু। নিয়মরক্ষার ম্যাচেও দাপট দেখিয়ে জয় পেল ভারত।
[আরও পড়ুন: আইএসএলে হিজাববিরোধী আন্দোলনের সমর্থনে জার্সি খুললেন ইরানের ফুটবলার, নামল শাস্তির খাঁড়া]
বিশ্বকাপের সুপার ১২ পর্যায়ের শেষ ম্যাচে খেলতে নেমেছিল ভারত ও জিম্বাবোয়ে। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ব্যাট হাতে অবশ্য এদিনও ব্যর্থ হন ভারত অধিনায়ক। ১৩ বলে মাত্র ১৫ রান করে আউট হয়ে যান তিনি। আগের ম্যাচে রান পেয়েছিলেন কে এল রাহুল। এদিনও ঝকঝকে হাফ সেঞ্চুরি করেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। বিরাট কোহলির সঙ্গে ৬০ রানের পার্টনারশিপ গড়েন রাহুল।
তবে রবিবারের ম্যাচে ভারতীয় ব্যাটিংয়ের নায়ক সূর্যকুমার যাদব। ভারতীয় ইনিংসের দশ ওভারের পর লাগাতার বেশ কয়েকটি উইকেট তুলে নেন জিম্বাবোয়ের বোলাররা। ভারতের রানের গতি নিয়ন্ত্রণ করে ফেলেন সিকান্দার রাজারা। খানিকটা চাপের মুখেই পালটা মার শুরু করেন সূর্য। মাত্র ২৫ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে দলের হাল ধরেন। মাঠের চারদিকে শট খেলে তাক লাগিয়ে দেন সূর্য। তাঁর দাপটেই পাঁচ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে ভারত।
Superb Surya!
Iconic moments like this from every game will be available as officially licensed ICC digital collectibles with @0xfancraze.
Visit https://t.co/8TpUHbQikC today to see if this could be a Crictos of the Game. pic.twitter.com/EMo1LVMxKv
— ICC (@ICC) November 6, 2022
রান তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার। দ্বিতীয় ওভারে উইকেট নেন অর্শদীপ সিং। উইকেট নেওয়ার তালিকায় যোগ হয় মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়ার নামও। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকার ফলে একেবারেই পার্টনারশিপ গড়তে পারেননি জিম্বাবোয়ে ব্যাটাররা। তিন উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। ১১৫ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে।