Advertisement
Advertisement

Breaking News

Cricket

মরার উপর খাঁড়ার ঘা! প্রথম ওয়ানডেতে বিশ্রী হারের পর মোটা অঙ্কের জরিমানা টিম ইন্ডিয়ার

এদিকে বিরাটের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন মহম্মদ কাইফ।

India Fined For Slow Over-Rate In 1st ODI Against Australia In Sydney | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:November 28, 2020 4:19 pm
  • Updated:November 28, 2020 5:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌‌ দীর্ঘ আটমাস পর মাঠে নেমে প্রথম ম্যাচেই লজ্জাজনকভাবে হেরেছে টিম ইন্ডিয়া (Team India)। কার্যত একপেশে লড়াইয়ে বিরাটদের কুপোকাত করেছেন অ্যারন ফিঞ্চ-স্টিভ স্মিথরা। এর মধ্যেই আরও বিপাকে পড়ল ভারতীয় দল। স্লো-ওভার রেটের জন্য বড়সড় শাস্তি পেল বিরাট কোহলি অ্যান্ড কোং। শুধু তাই নয়, ম্যাচে হারের পর সমালোচনার মুখে বিরাটের (Virat Kohli) অধিনায়কত্বও।

জানা গিয়েছে, সিডনিতে (Sydney) প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময়ে নিজেদের বোলিং শেষ করতে পারেনি ভারত। প্রথম ইনিংস শেষ হওয়ার নির্দিষ্ট সময়ে দেখা যায়, তখনও এক ওভার বাকি। এরপরই ম্যাচ শেষে স্লো–ওভার রেটের (Slow Over Rate) জন্য ICC’র কোড অব কন্ডাক্ট মেনে ভারতীয় দলের শাস্তির সুপারিশ করেন আম্পায়াররা। পরে কোহলি নিজেদের দোষ স্বীকারও করে নেন। এরপরই শাস্তিস্বরূপ ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই প্রসঙ্গে বিবৃতিও দেয় আইসিসি।

Advertisement

[আরও পড়ুন:‌ OMG! ম্যাচ চলাকালীনই রাহুলের কাছে ক্ষমা চাইলেন ম্যাক্সওয়েল, কিন্তু কেন?]

এদিকে, ম্যাচে হারের পর সমালোচনার মুখে পড়েছে বিরাট কোহলির অধিনায়কত্বও। ম্যাচের প্রথম ইনিংসে অজি ব্যাটসম্যানদের দাপটে কার্যত দিশেহারা হয়ে পড়ে ভারতীয় বোলিং লাইন আপ। ওপেনিং জুটিতেই ওয়ার্নার–ফিঞ্চ যোগ করেন ১৫৬ রান। ওই জুটি ভাঙেন মহম্মদ শামি। ওয়ার্নারকে আউট করেন ৬৯ রানে। তিনিই ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র সফল ছিলেন। কিন্তু ইনিংসের শুরুতেই শামিকে দিয়ে মাত্র দু’‌ওভারই বল করান বিরাট। আর এই নিয়েই প্রশ্ন তোলেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ (Mohammad Kaif)। অস্ট্রেলিয়ার (Australia) ইনিংস শেষ হতেই টুইট করেন। সেখানে সরাসরি বিরাটের সমালোচনা না করলেও লেখেন, ‘‌‘‌ওয়ানডে ম্যাচের শুরুতে যে কোনও পেসারকে টি–২০’‌র তুলনায় বেশি ওভার দিতে হয়। শামিকে দু’‌ওভার বল করানোর পরই সরিয়ে নেওয়া উচিত হয়নি।’‌’‌ এদিকে, মাইকেল হোল্ডিংয়ের আবার মন্তব্য, বিরাটের দলে প্রয়োজন কেবল একজন মহেন্দ্র সিং ধোনির। 

Advertisement

 

[আরও পড়ুন:‌ নিউজিল্যান্ডে করোনা আক্রান্ত আরও এক পাক ক্রিকেটার, সিরিজ ঘিরে ঘোর অনিশ্চয়তা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ