Advertisement
Advertisement
Shubman Gill

একেই বলে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব! যশস্বীর পর সেঞ্চুরি অধিনায়ক শুভমানেরও

সমালোচকদের মুখও বন্ধ করলেন শুভমান।

India test captain Shubman Gill scores century against England

ছবি: দেবাশিস সেন

Published by: Arpan Das
  • Posted:June 20, 2025 10:14 pm
  • Updated:June 20, 2025 10:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়া সফরে রান পাননি। তার মধ্যে রোহিত-কোহলি উত্তর জমানায় নেতৃত্বের দায়িত্ব এসে পড়েছে। সমালোচনা তো চলছেই, সেই সঙ্গে প্রশ্ন ইংল্যান্ডের মাটিতে আদৌ সাফল্য পাবেন তো শুভমান গিল? লিডসে প্রথম টেস্টের প্রথম দিনে অন্তত ব্যাট হাতে জবাব দিয়ে রাখলেন অধিনায়ক। আর সেটা একেবারে সেঞ্চুরি করেই। এর আগে সেঞ্চুরি করেছিলেন যশস্বী জয়সওয়াল। এবার গিলের শতরানে বড় রানের পথে ভারত।

Advertisement

হেডিংলিতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন বেন স্টোকস। কিন্তু তাঁর পরিকল্পনায় জল ঢেলে ভারতের দুই ওপেনার। যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলের পার্টনারশিপে ৯১ রান। রাহুল আউট হন ৪২ রানে। রানের মুখ দেখেননি এদিন অভিষেক হওয়া সাই সুদর্শন। কিন্তু যশস্বীকে রোখে কে? হাতে চোট নিয়েও সেঞ্চুরি করেন তিনি। অবশ্য চা-পানের বিরতির ঠিক পরেই ১০১ রানে আউট হন যশস্বী।

আর এরপর ইংল্যান্ড দেখল নতুন অধিনায়কের কামাল। এটা ঠিক যে, প্রথম দিকে সামান্য অস্বস্তিতে পড়ছিলেন। তারপর যেন গা-ঝাড়া দিয়ে উঠলেন। পিচে ভয় ধরানোর মতো কিছু নেই। রান সহজেই উঠছে। তার উপর ক্রিস ওকস ও বেন স্টোকস ছাড়া ইংল্যান্ডের বোলিং বিভাগও সেরকম অভিজ্ঞ নয়। তাতে অবশ্য গিলের কৃতিত্ব ছোট হয় না। মারলেন ১২টা চার। আবার প্রয়োজন বুঝে একটা সময় ডিফেন্সের রাস্তাও নিলেন। এককথায় গিলকে পরাস্ত করার মতো কোনও অস্ত্র ব্রাইডন কার্সদের হাত থেকে বেরোয়নি। অবশেষে ১৪০ বলে করলেন টেস্ট কেরিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। সঙ্গে আছেন ঋষভ পন্থ। তিন উইকেট হারিয়ে ভারত তিনশো পেরিয়ে গিয়েছে। আর অধিনায়ক যখন সামনে দাঁড়িয়ে এরকম ইনিংস খেলেন, তা তো দলকে বাড়তি অক্সিজেন জোগাবেই। এবার দেখার ভারতের রান শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement