Advertisement
Advertisement

Breaking News

India vs South Africa

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সম্মানরক্ষার লড়াই রাহুলদের, দলে একাধিক বদলের সম্ভাবনা

সবচেয়ে বেশি চিন্তায় রাখছে মিডল অর্ডারের ধারাবাহিক ব‌্যর্থতা।

India vs South Africa: India to face South Africa in third ODI | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 23, 2022 10:56 am
  • Updated:January 23, 2022 10:56 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট সিরিজে হার! একদিনের সিরিজেও কোণঠাসা! দুঃসময়ে পর পর দুটি একদিনের ম্যাচে হারের পর এবার চুনকামের আশঙ্কা ভারতীয় (Indian Team) শিবিরে। কেপটাউনে সিরিজের শেষ ম‌্যাচটা এখন স্রেফ সম্মানরক্ষার হয়ে দাঁড়িয়েছে ভারতীয় দলের কাছে।

সবচেয়ে বেশি চিন্তায় রাখছে মিডল অর্ডারের ধারাবাহিক ব‌্যর্থতা। গত ম‌্যাচেও সেটাই দেখা গিয়েছে। কেউ সেভাবে রান করতে পারছেন না। বিশেষ করে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) যেভাবে লাগাতার ব্যর্থ হচ্ছেন, তাতে তাঁকে খেলানো নিয়ে প্রশ্ন উঠছে। কোহলি প্রথম ম্যাচে অর্ধশতরান করলেও দ্বিতীয় ম্যাচে তিনি ডাহা ফেল। তাঁর ব্যর্থতার ফিরিস্তিও নেহাত কম নয়। অধিনায়ক রাহুল (KL Rahul) দু’ম্যাচে ভাল শুরু করলেও বড় ইনিংস নেই। বড়সড় প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে তাঁর অধিনায়কত্ব নিয়েও।

Advertisement

India vs South Africa: India to face South Africa in third ODI

Advertisement

 

[আরও পড়ুন: জল্পনায় সিলমোহর, ফেব্রুয়ারির মাঝামাঝি তিনটি টি-২০ ম্যাচ ইডেনে, ঘোষণা বোর্ডের]

বোলিং বিভাগেও তেমন ধার দেখা যাচ্ছে না। জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ছাড়া আর কোনও বোলার উইকেট নিতে পারেন বলে মনে হচ্ছে না। যার ফলে সুবিধাজনক জায়গায় থেকেও ম‌্যাচ হাতছাড়া হচ্ছে। প্রথম দুটো ম‌্যাচে একই দল খেলিয়েছিল ভারত। সিরিজে শেষ ম‌্যাচে দলে বদল হতে পারে বলে শোনা যাচ্ছে। বিশেষ করে টিম নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। বলা হচ্ছে, কেন ছন্দহীন ভুবনেশ্বর কুমারকে খেলানো হবে? ভেঙ্কটেশ আইয়ারকে খেলানো হলেও কেন তাঁকে বোলিং করানো হবে না?

[আরও পড়ুন: IPL 2022: বিদেশে নয়, চলতি বছর শর্তসাপেক্ষে আইপিএল হবে দেশের মাটিতেই!]

ম‌্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে এসেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি বলে গেলে, ‘কোনও একজনের পারফরম্যান্স আমরা চিন্তিত নয়। ভুল থেকেই শিক্ষা নিচ্ছে দল। আশা করছি সব ভুল শুধরে কেপটাউনে আমরা জিততে পারব।’’ সেটা হলে ভাল। কিছুটা সম্মান বাঁচবে। না হলে, চুনকামের লজ্জা নিয়ে দেশে ফিরতে হবে বিরাট কোহলিদের। কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কেরিয়ারের শুরুটা এমনিতেই যথেষ্ট খারাপ হয়েছে। সেটা এবার লজ্জাজনক হওয়ার দিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ