Advertisement
Advertisement

Breaking News

Team India

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্ব রেকর্ডের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে

করোনা কালের পর প্রথমবার ঘরের মাটিতে বায়ো-বাবলের বাইরে খেলবে ভারতীয় দল।

India vs South Africa: Team India one win away from new record in T20Is | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:June 8, 2022 2:02 pm
  • Updated:June 8, 2022 2:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল এখন অতীত। এখন পাখির চোখ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ক্লাব টুর্নামেন্টের পর এবার দেশের জার্সিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজেদের সেরাটা উজার করে দিতে তৈরি হার্দিক পাণ্ডিয়া, কুলদীপ যাদবরা। আর আসন্ন পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে নয়া মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া।

৯ জুন অর্থাৎ আগামী কাল থেকে শুরু সিরিজ। করোনা কালের পর প্রথমবার ঘরের মাটিতে বায়ো-বাবলের বাইরে খেলবে ভারতীয় দল (Team India)। প্রথম ম্যাচ রাজধানী দিল্লিতে। জোরকদমে চলছে প্রস্তুতি। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, জশপ্রীত বুমরাহর মতো সিনিয়রদের। কেএল রাহুলের নেতৃত্বে একঝাঁক তরুণদের নিয়ে মাঠে নামবে দল। তবে জয়ের বিষয়ে আশাবাদী কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বলে দিয়েছেন, সবসময় তো সকলকে পাওয়া যাবে না। যেভাবে দল তৈরি হবে, তা নিয়েই জিততে হবে। সেটাই লক্ষ্য।

Advertisement

[আরও পড়ুন: এবার মাঠের বাইরে প্রথম ভারতীয় হিসেবে নয়া রেকর্ডের মালিক কোহলি, দেখুন ভিডিও]

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (World T-20) নিউজিল্যান্ডের কাছে পরাস্ত হয়েছিল বিরাট কোহলির টিম ইন্ডিয়া। তারপর থেকে ছোট ফরম্যাটের টানা ১২টি ম্যাচে জয়ী দল। টেস্ট খেলীয় দল হিসেবে টি-টোয়েন্টিতে পরপর একডজন ম্যাচ জিতে আফগানিস্তানকে ছুঁয়ে ফেলেন রোহিত শর্মারা। বৃহস্পতিবার অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ম্যাচে জিতলেই নয়া ইতিহাস গড়বেন রাহুলরা। টানা সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জয়ের বিশ্ব রেকর্ডের মালিক হবে টিম ইন্ডিয়া।

Advertisement

চলুন একনজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের পর কোন কোন দলের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে জয়ী বর্তমানে বিশ্বের এক নম্বর ভারত।
১. ভারত বনাম আফগানিস্তান (৩ নভেম্বর, ২০২১)- ৬৬ রানে জয়ী ভারত।
২. ভারত বনাম স্কটল্যান্ড (৫ নভেম্বর, ২০২১)- ৮৫ রানে গুটিয়ে গিয়েছিল প্রতিপক্ষ। ৬.৩ ওভারেই জয়ের রান তুলে নেয় ভারত।
৩. ভারত বনাম নামিবিয়া (৮ নভেম্বর ২০২১)- ন’উইকেটে জয়ী ভারত।
৪. ভারত বনাম নিউজিল্যান্ড (১৭ নভেম্বর ২০২১)- এই ম্যাচে ৬২ রানে অপরাজিত ছিলেন সূর্যকুমার যাদব।
৫. ভারত বনাম নিউজিল্যান্ড (১৯ নভেম্বর ২০২১)- সাত উইকেটে জেতে ভারত।
৬. ভারত বনাম নিউজিল্যান্ড (২১ নভেম্বর ২০২১)- নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে সেরা হয়েছিলেন রোহিত শর্মা।
৭. ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (১৬ ফেব্রুয়ারি, ২০২২)- অভিষেক ম্যাচে জোড়া উইকেট তুলেছিলেন রবি বিষ্ণোই।
৮. ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (১৮ ফেব্রুয়ারি, ২০২২)- লড়াই করেও হার মানে ক্যারিবিয়ানরা।
৯. ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০ ফেব্রুয়ারি, ২০২২)- ইডেনে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ৩-০ সিরিজ জেতে ভারত।
১০. ভারত বনাম শ্রীলঙ্কা (২৪ ফেব্রুয়ারি, ২০২২)- ভাল পারফর্ম করেছিলেন ইশান কিষান ও শ্রেয়স আইয়ার।
১১. ভারত বনাম শ্রীলঙ্কা (২৬ ফেব্রুয়ারি, ২০২২)- সহজ জয় পায় ভারত।
১২. ভারত বনাম শ্রীলঙ্কা (২৭ ফেব্রুয়ারি, ২০২২)- ওয়েস্ট ইন্ডিজের পর এই সিরিজেও প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে ভারত।

[আরও পড়ুন: হিজাব বিতর্কের জের, কর্ণাটকে বিজেপি নেতা ও শ্রীরাম সেনা প্রধানের মুণ্ডচ্ছেদের হুমকি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ