Advertisement
Advertisement

Breaking News

Yuvraj Singh

‘প্রথম একাদশে না রাখলে দলে নেওয়ার অর্থই নেই’, কোন ভারতীয় তারকা সম্পর্কে একথা বললেন যুবরাজ?

জেনে নিন বিস্তারিত।

Yuvraj Singh voices for Dinesh Karthik in T-20 World Cup
Published by: Krishanu Mazumder
  • Posted:April 26, 2024 7:40 pm
  • Updated:April 26, 2024 7:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে দীনেশ কার্তিককে (Dinesh Karthik) দেখতে চান যুবরাজ সিং (Yuvraj Singh)। চলতি আইপিএলে মন্দ খেলছেন না কার্তিক। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৮৩ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসাডর নিযুক্ত হয়েছেন যুবি। ছয় ছক্কার মালিক বলছেন, ”ডিকে ভালো ব্যাটিং করছে। গতবার ডিকের সঙ্গে যা হয়েছিল, তা যেন এবার না ঘটে। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পেলেও ডিকে-কে খেলানো হয়নি।” 

[আরও পড়ুন: ইডেনে কেকেআরের বোলিং লাইন আপে পরিবর্তন, স্টার্কের পরিবর্তে শ্রীলঙ্কান তারকা]

বর্ষীয়ান ডিকের সঙ্গে বিশ্বকাপের দলে ডাক পাওয়ার ক্ষেত্রে লড়াইয়ে রয়েছেন ঋষভ পন্থ, সঞ্জু স্যামসনের মতো তরুণ কিপাররা। যুবরাজ বলছেন, ”ডিকে যদি প্রথম একাদশে জায়গা না পায়, তাহলে ওকে নেওয়ার কোনও অর্থই নেই। ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন রয়েছে। ওরা ভালো ফর্মে রয়েছে। ওরা তরুণ ক্রিকেটার। দীনেশ কার্তিককে যদি প্রথম একাদশে রাখা হয়, তাহলেই ওকে বিশ্বকাপের দলে রাখা উচিত। নাহলে অন্য কোনও তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া উচিত।”
আরসিবির হয়ে ব্যাটিং অর্ডারে নীচের দিকে নামেন কার্তিক। ৯ ম্যাচে ২৬২ রান করেছেন এই বর্ষীয়ান উইকেট কিপার। তাঁর এই পারফরম্যান্সের জন্যই বিশ্বকাপের স্কোয়াডে থাকার সম্ভাবনা রয়েছে কার্তিকের। তবে সবটাই নির্ভর করছে নির্বাচকদের উপর। তাঁরা কি অভিজ্ঞতাকে গুরুত্ব দেবেন? নাকি তারুণ্যের উপরে জোর দেবেন? বল এখন নির্বাচকদের কোর্টে। 

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপের ৩৬ দিন আগে ছয় ছক্কার মালিক যুবরাজ পেলেন বড় দায়িত্ব]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ