Advertisement
Advertisement
India vs West Indies

যশস্বীর অভিষেক শতরান, সেঞ্চুরি রোহিতেরও, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে রেকর্ডের ফুলঝুরি ভারতের

নির্বিষ ক্যারিবিয়ানদের নিয়ে ছেলেখেলা রোহিতদের।

India vs West Indies: India in drivers seat as both the openers scores century | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 14, 2023 9:10 am
  • Updated:July 14, 2023 9:10 am

ওয়েস্ট ইন্ডিজ: ১৫০ (আথানাজে ৪৭, কর্নওয়েল ১৯, অশ্বিন ৫/৬০, জাদেজা ৩/২৬)
ভারত: ৩১২/২ (যশস্বী ১৪৩ অপরাজিত, রোহিত ১০৩, অ্যাথানাজে ১/২২)
ভারত ১৬২ রানে এগিয়ে।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দারিদ্রের সঙ্গে তাঁর চোয়ালচাপা লড়াই আজ আর কারও অজানা নয়। সেই অনটনের পৃথিবীকে নিজের জেদ, অধ্যাবসায় দিয়ে জয় করেছিলেন যশস্বী জয়সওয়াল। ব্যাট হাতে নিজেকে প্রতিষ্ঠা দিয়েছিলেন ২২ গজে। এক নির্ভীক, দৃঢ়চেতা ক্রিকেটযোদ্ধা হিসাবে। আজ আবার তা দিলেন। এবার ক্রিকেটের শ্রেষ্ঠ ফরম্যাট টেস্টে! টেস্ট অভিষেকেই শতরান করলেন যশস্বী। হতে পারে সেটা নখদন্তহীন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। কিন্তু অনন্ত সংগ্রাম সয়ে আন্তর্জাতিক ক্রিকেটের রাজসভায় উঠে আসা তরুণ এই বাঁ-হাতি ওপেনারের কৃতিত্ব তাতে বিন্দুমাত্র কমছে না। কমার নয়ও।

ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি ছোটানো যশস্বীকে (Yashasvi Jaiswal) নিয়ে অনেক আগেই আশার আলো দেখতে শুরু করেছিলেন সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি। ডমিনিকায় শতরানধারী যশস্বী বুঝিয়ে দিচ্ছেন, তিনি লম্বা রেসের ঘোড়া। ওয়েস্ট ইন্ডিজের নির্বিষ বোলিং নিয়ে ছেলেখেলা করে এদিন কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরানের স্বাদ পেলেন ২১ বছরের যশস্বী। ভারতের তৃতীয় ওপেনার হিসাবে অভিষেক টেস্টে শতরানের নজির গড়লেন এই বাঁ-হাতি ব্যাটার। এই প্রথম কোনও ভারতীয় ওপেনার যিনি বিদেশের মাটিতে অভিষেকে সেঞ্চুরি পেলেন।

Advertisement

[আরও পড়ুন: ‘ভোট কেটে তৃণমূলকে জিতিয়েছে বাম-কংগ্রেস, বাংলায় শীঘ্রই খেলা হবে’, বলছেন সুকান্ত]

একা যশস্বী নন, শতরানের দেখা পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma)। ১০৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। নেতৃত্বের মুকুট মাথায় ওঠার পর থেকে তাঁর ব্যাটে রানের খরা দেখা যাচ্ছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর নেতৃত্বের পাশাপাশি তাঁর ব্যাটিং নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। ডমিনিকায় এদিনের ধৈর্যশীল শতরানের ইনিংসে সেই সব সমালোচনার যোগ্য জবাব ফিরিয়ে দিলেন হিটম্যান। শুরুতে কিছুটা আড়ষ্ট ব্যাটিং করলেও যত সময় গড়িয়েছে ততই ছন্দে দেখা গিয়েছে রোহিতকে। আর নিজস্ব ছন্দ খুঁজে পেতে ক্যারিবিয়ান বোলিংয়ের বিরুদ্ধে সহজাত শট নিতে দেখা গিয়েছে ভারত অধিনায়ককে। যার নিটফল ২২১ বলে ১০৩ রানের অনবদ্য ইনিংস। দুর্ভাগ্য, সেঞ্চুরির পরেই আউট হন ভারত অধিনায়ক। তবে তাঁর আগে দুটি রেকর্ড করে গিয়েছেন তিনি। এক, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ শতরান (৭)। দুই, বিরাট কোহলির পর দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ক্রিকেটের তিন ফরম্যাটেই ৩৫০০ রানের গণ্ডি টপকানো।

Advertisement

[আরও পড়ুন: জল ভেবে কার্বলিক অ্যাসিড নিয়ে খেলা! ক্যানিংয়ের স্কুলে আহত ৬ শিশু]

রোহিত আউট হওয়ার পর বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হননি শুভমান গিল (৬)। তবে বড় রানের স্বপ্ন দেখাচ্ছেন যশস্বী। দিশাহীন ওয়েস্ট ইন্ডিজ বোলিংয়ের বিরুদ্ধে তাঁকে ব্যাট করতে দেখে একবারও মনে হয়নি জীবনের প্রথম আন্তর্জাতিক টেস্ট খেলছেন। দ্বিতীয় দিনের শেষে ১৪৩ রানে ব্যাট করছেন যশস্বী, স্বমেজাজে। সঙ্গী বিরাট কোহলি (৩৬ ব্যাটিং)। দিনের শেষে ভারতের স্কোর ৩১২/২। লিড এখনই ১৬২ রানের।
উলটোদিকে, ওয়েস্ট ইন্ডিজ নিয়ে যত কম বলা যায় ততই ভাল। যেমন নখদন্তহীন ব্যাটিং, তেমনি নির্বিষ বোলিং। ডমিনিকায় ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স দেখলে দীর্ঘশ্বাস আরও দীর্ঘায়িত হবে লয়েড, ভিভের দেশের ক্রিকেট অনুরাগীদের। এমন কঙ্কালসার ক্যারিবিয়ান টিমের বিরুদ্ধে ভারতের কাছ থেকে যেমন পারফরম্যান্স প্রত্যাশিত। সেই রূপরেখা ধরেই এগোচ্ছে ভারতীয় দল। নির্বিষ ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে দুই ভারতীয় ওপেনারের দাপট চোখের আরাম হলেও একটা জিনিস ভাবার, আদৌ কি এটা টেস্ট ক্রিকেটের পক্ষে ভাল বিজ্ঞাপন? অ্যাসেজে বাজবল ক্রিকেটের রোমহর্ষক মেজাজ হাজার খুঁজেও পাওয়া যাবে না এই টেস্টে। ধূ ধূ শূন্য গ্যালারি, ক্যারিবিয়ান প্লেয়ারদের ম্রিয়মান শরীরীভাষা, তাদের ক্রিকেট-ভবিষ্যতের সঙ্গে পাল্লা দিয়ে যে অশনিসংকেত বয়ে আনছে, তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ