Advertisement
Advertisement
Mohammed Shami

ক্লান্তি নাকি প্রার্থনা? বিশ্বকাপে হাঁটু মুড়ে বসা নিয়ে মুখ খুললেন শামি

কী বললেন ভারতের তারকা পেসার?

Indian pacer Mohammed Shami finally broke his silence on controversial episode happened in World Cup । Sangbad Pratidin

মহম্মদ শামি। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:February 9, 2024 4:40 pm
  • Updated:February 9, 2024 5:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্লান্তি নাকি প্রার্থনা! বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে মহম্মদ শামি (Mohammed Shami) হাঁটু মুড়ে বসার পরে সোশাল মিডিয়ায় জোরাল বিতর্ক তৈরি হয়েছিল। ক্রমাগত বল করতে করতে তিনি কি ক্লান্ত হয়ে পড়েছিলেন? নাকি প্রার্থনা করতে গিয়েও আর করেননি?
বিশ্বকাপ চলাকালীন শামি এবিষয়ে একটি মন্তব্যও করেননি। কিন্তু সম্প্রতি তিনি ইউটিউব চ্যানেলে বিতর্কিত বিষয় নিয়ে ধোঁয়াশা দূর করেছেন। শামি বলেছেন, ”বেশ কয়েকজন মানুষ সেই সময়ে বলেছিলেন, আমি সাজদা করতে বসেছিলাম। কিন্তু তা আমি করিনি। যে যা পেরেছিলেন, তাই বলেছেন।”

 

Advertisement

[আরও পড়ুন: 12th Fail সিনেমার আসল নায়কের সঙ্গে একফ্রেমে রিঙ্কু, এর পর কী হল?]

শামির এই ধরনের মন্তব্য শুনে বলাই যায়, তিনি গোটা ঘটনায় খুবই বিরক্ত। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা বোলার আরও বলেন, ”আমি টানা পাঁচ ওভার বল করছিলাম। আমার নিজের ক্ষমতার বাইরে গিয়ে চেষ্টা করছিলাম। ব্যাটসম্যানকে পরাস্ত করেও বল ব্যাটে লাগেনি। এরকম একাধিক বার হয়েছে। পঞ্চম উইকেটটি পাওয়ার পরে আমি হাঁটু মুড়ে বসে পড়েছিলাম। কেউ আমাকে পিছন্ থেকে ধাক্কা দেয়। আমি আরেকটু এগিয়ে যাই। সেই ছবিটাই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মানুষ মনে করল আমি বোধহয় সাজদা করতে চাইছিলাম।যাঁরা একথা বলেছেন, তাঁদের জন্য আমার পরামর্শ এই ধরনের মন্তব্য করবেন না।”
ভারতের তারকা পেসার আরও বলেন, ”আমি এসব নিয়ে ভয় পাই না। আমি মুসলিম এবং তার জন্য আমি গর্বিত। আমি একজন গর্বিত ভারতীয়ও বটে। আমার কাছে দেশ সবার আগে।” 
উল্লেখ্য, শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে ম্যাচে আগুনে বোলিং করেন মহম্মদ শামি (Mohammed Shami)। ১৮ রানের বিনিময়ে পাঁচ-পাঁচটি উইকেট নেন তিনি। ম্যাচ শেষ হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও। সেই ভিডিওয় দেখা গিয়েছে, উইকেট নেওয়ার পরে হাঁটু মুড়ে মাঠে কিছুক্ষণ বসার পরই সতীর্থদের আলিঙ্গনে ধরা পড়েন শামি। কিছুক্ষণের জন্য শামির হাঁটু মুড়ে বসে পড়া নিয়েই জোর আলোচনা।
তিনি কি প্রার্থনা করার জন্যই বসে পড়েছিলেন? প্রার্থনা করতে গিয়েও কি করলেন না? নাকি ক্লান্ত অবসন্ন হয়েই বসে পড়েছিলেন শামি? সেই সময়ে তিনি কিছু বলেননি। বিশ্বকাপ হওয়ার পরে শামি মুখ খুললেন সেই বিতর্কিত অধ্যায় নিয়ে। 

Advertisement

[আরও পড়ুন: ‘রিভাবার জন্যই সংসার ভেঙেছে! ছেলের মুখ দেখি না’, বিস্ফোরক জাদেজার বাবা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ