Advertisement
Advertisement

Breaking News

IPL 14

IPL 14: গতবারের তুলনায় শক্তিশালী কেকেআর, কেমন হতে পারে প্রথম একাদশ?

শাকিবের আগমন ব্যালান্স বাড়াচ্ছে নাইটদের।

IPL 14: Here is how Kolkata Knight Riders set to look this year | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 9, 2021 4:23 pm
  • Updated:April 9, 2021 4:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। চড়ছে উত্তেজনার পারদ। কার দল কতটা শক্তিশালী? কোন দলে কারা কারা সুযোগ পেতে পারেন প্রথম একাদশে। সেসব নিয়ে সমর্থকদের মধ্যে বহু কৌতূহল। সেই কৌতূহল খানিকটা নিরসন ঘটানোর চেষ্টা করছি আমরা। শেষ মুহূর্তে প্রতিটি দলের শক্তি, দুর্বলতা এবং সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে শুরু হচ্ছে বিশ্লেষণ। আজ শেষ দফায় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।

পুরো দল:
দীনেশ কার্তিক (অধিনায়ক), আন্দ্রে রাসেল, কমলেশ নাগারকেটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, নীতীশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়র, শিবম মাভি, শুভমন গিল, সুনীল নারিন, ইয়ন মর্গ্যান, প্যাট কামিন্স, রাহুল ত্রিপাঠী, বরুণ চক্রবর্তী, শাকিব আল হাসান, হরভজন সিং, বেন কাটিং, করুণ নায়ার, পবন নেগি, ভেঙ্কটেশ আইয়ার, শেলডন জ্যাকসন, বৈভব অরোরা।

Advertisement

[আরও পড়ুন: মুম্বই-আরসিবি মেগা ম্যাচ দিয়ে শুরু IPL 14, ট্রফির খাতা খুলতে মরিয়া বিরাট]

সম্ভাব্য প্রথম একাদশ:
১। নীতীশ রানা
২। শুভমন গিল
৩। করুণ নায়ার/রাহুল ত্রিপাঠী
৪। শাকিব/ নারিন
৫। ইয়ন মর্গ্যান (অধিনায়ক)
৬। দীনেশ কার্তিক
৭। আন্দ্রে রাসেল
৮। প্যাট কামিন্স
৯। বরুণ চক্রবর্তী/কুলদীপ
১০। মাভি/হরভজন
১১। প্রসিদ্ধ কৃষ্ণা

Advertisement

[আরও পড়ুন: মুম্বই-আরসিবি মেগা ম্যাচ দিয়ে শুরু IPL 14, ট্রফির খাতা খুলতে মরিয়া বিরাট]

আইপিএলের তৃতীয় সফলতম দল কেকেআর। তবে, গত দুই মরশুম প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে নাইটরা। দু’বারই নেট রান রেটের ভিত্তিতে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে তাঁদের। তাই এবারে ভাগ্য বদলাতে মরিয়া নাইটরা। গত বছরের তুলনায় এবছর নাইটদের দল অনেকটা শক্তিশালী। শাকিব আল হাসানের আগমন দলকে অনেকটাই ব্যালান্স দিচ্ছে। নারিনের খারাপ জন্য গতবার ভুগতে হয়েছিল নাইটদের। এবার সেই সমস্যা মেটাতে পারেন শাকিব। রাসেলের পরিবর্ত হিসেবেও বেন কাটিংয়ের মতো অভিজ্ঞ অল-রাউন্ডার পেয়ে গিয়েছে শাহরুখের দল। সেই সঙ্গে হরভজ সিংয়ের মতো অভিজ্ঞ স্পিনার দলে যোগ দিয়েছেন, বরুণ-কুলদীপদের গাইড করবেন তিনি। সেই সঙ্গে করুণ নায়ারের উপস্থিতিও ব্যাটিং অর্ডারে গভীরতা বাড়াবে। মোটের উপর নাইটরা শক্তিশালী হলেও ডেথ বোলিং নিয়ে আগের বারের মতোই চিন্তায় থাকবে কেকেআর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ