Advertisement
Advertisement
IPL 2022

নিয়ম বদলাচ্ছে আইপিএলের, কঠিন গ্রুপে KKR, ঘোষিত ফাইনালের দিনক্ষণও

দশটি দল মোট ৭৪টি ম্যাচ খেলবে।

IPL 2022: 70 league games in Mumbai, Pune, here are 2 groups announced by BCCI | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 25, 2022 4:47 pm
  • Updated:March 21, 2022 12:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। আসন্ন আইপিএলের ফাইলানের দিনক্ষণ জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে কোন দল কোন গ্রুপে খেলবে, তাও ঘোষণা করা হল।

২৬ মার্চ যে এবারের আইপিএল শুরু, তা গতকালই জানিয়ে দিয়েছিল বিসিসিআই। বোর্ডের তরফে শুক্রবার বলা হল, টুর্নামেন্টের ফাইনাল ২৯ মে। দশটি দল মোট ৭৪টি ম্যাচ খেলবে। যার মধ্যে ৭০টি গ্রুপ পর্বের। মুম্বই এবং পুণে মিলিয়ে মোট চারটি ভেন্যুতে হবে এবারের আইপিএল (IPL 2022)। প্রতিটা দল সাতটি করে হোম এবং সাতটি করে অ্যাওয়ে ম্যাচ খেলবে। এক-একটি দল পাঁচটি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে দু’বার করে খেলবে। বাকি চারটি দলের সঙ্গে ম্যাচ হবে একটি করে। তবে প্লে অফ এবং ফাইনাল কবে আয়োজিত হবে, তা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি।

Advertisement

[আরও পড়ুন: রাশিয়ার ইউক্রেন ‘হামলা’কে নিন্দা কিংবদন্তি রুশ দাবাড়ুর, যুদ্ধ থামানোর আরজি ফুটবলারদেরও]

এবারই প্রথম টুর্নামেন্টে অংশ নিচ্ছে দশটি দল। যাদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে থাকছে পাঁচটি করে দল। গ্রুপ এ-তে কলকাতা নাইট রাইডার্সের (KKR) সঙ্গে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টস। গ্রুপ বি-তে চেন্নাই সুপার কিংসের পাশাপাশি থাকছে সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স। অর্থাৎ কেকেআরকে দু’বার খেলতে হবে মুম্বই, রাজস্থান, দিল্লি, লখনউ এবং হায়দরাবাদের বিরুদ্ধে। কারণ বাকি দলগুলি কলকাতার গ্রুপে হলেও বিসিসিআই হায়দরাবাদকে একই সারিতে রেখেছে।

এবার মেগা টুর্নামেন্টের ৫৫টি ম্যাচ খেলা হবে মুম্বইয়ে। বাকি ১৫টি ম্যাচ হবে পুণেতে। মুম্বইয়ের তিন স্টেডিয়াম ব্র্যাবোর্ন, ডিওয়াই পাতিল এবং ওয়াংখেড়েতে ঘুরিয়ে ফিরিয়ে ৫৫টি ম্যাচ খেলানো হবে। প্রতিটি দল ওয়াংখেড়ে এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ৪টি করে ম্যাচ খেলবে।

[আরও পড়ুন: সৌরভের বিরুদ্ধে মুখ খোলার জের, ঋদ্ধিমান সাহাকে জিজ্ঞাসাবাদ করতে পারে বিসিসিআই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ