Advertisement
Advertisement

Breaking News

IPL 2022

আইপিএলে বাড়ছে করোনার প্রকোপ, এবার আক্রান্ত দিল্লির এক ক্রিকেটার, কোয়ারেন্টাইনে পুরো দল

ঘোর অনিশ্চয়তার মুখে আইপিএল।

IPL 2022: Delhi Capitals Under Quarantine After Player Tests Covid-19 Positive in RAT test | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 18, 2022 11:35 am
  • Updated:April 18, 2022 4:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আইপিএলে করোনার থাবা। এবার আক্রান্ত দিল্লির এক ক্রিকেটার। সূত্রের দাবি, দিল্লি ক্যাপিটালসের ওই ক্রিকেটারের Rapid Test রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও পরে তাঁর RT-PCR রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই খবর। তবে, আপাতত গোটা দল কোয়ারেন্টাইনে।

দু’দিন আগে দলের ফিজিও প্যাট্রিক ফারহার্ট প্রথম এই মারণ ভাইরাসের কবলে পড়েন। এরপর দলের এক ম্যাসিওর করোনায় আক্রান্ত হন। তারপরই এক ক্রিকেটারের Rapid Test-এর রিপোর্ট পজিটিভ আসে । যদিও কোন ক্রিকেটারের রিপোর্ট পজিটিভ এসেছে, সেটা এখনও স্পষ্ট নয়। তবে এই খবর প্রকাশ্যে আসার পর আইপিএল বয়কটের দাবি উঠছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

[আরও পড়ুন: IPL 2022: সামনে রাজস্থানের কড়া চ্যালেঞ্জ, টানা হারে বিধ্বস্ত কেকেআরে বদলের সম্ভাবনা]

প্রসঙ্গত, করোনার জন্য গত দুই মরশুম এই মেগা টুর্নামেন্ট ঘরের মাটিতে আয়োজন করা যায়নি। গত বছরের শুরুতে করোনা (Coronavirus) আবহেই দেশের মাটিতে বসেছিল আইপিএলের আসর। কিন্তু মাঝপথেই তা স্থগিত হয়ে যায়। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় আইপিএলের জৈব সুরক্ষা বলয়ে থাকাকালীনই আক্রান্ত হন বেশ কয়েকজন ক্রিকেটার। আর এরপরই বোর্ড টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। শেষপর্যন্ত অনেক আলোচনার পর সংযুক্ত আরব আমিরশাহিতে টুর্নামেন্ট আয়োজন করা হয়।

Advertisement

[আরও পড়ুন: ফের লাইনচ্যুত চেন্নাই এক্সপ্রেস, হার্দিকহীন গুজরাটকে নাটকীয় জয় এনে দিল মিলার-রশিদ জুটি]

এ বছরও আইপিএল ভারতে হবে কিনা তা নিয়ে একটা সময় রীতিমতো সংশয় তৈরি হয়েছিল। কিন্তু গত কয়েক মাসে দেশে সংক্রমণের হার অনেকটা কমে যাওয়ায় মহারাষ্ট্রের দু’টি শহরে কোটি টাকার লিগ আয়োজন করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই (BCCI)। আইপিএলের জন্য কড়া জৈব বলয়ের ব্যবস্থা করা হয়। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, তাঁদের পরিবার, এমনকী মাঠকর্মীরাও থাকছেন জৈব বলয়ে। কিন্তু এত সচেতনতা সত্ত্বেও করোনার থাবা এড়ানো যাচ্ছে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ