Advertisement
Advertisement

ব্যাটে-বলে চমক গ্রিনের, শেষ ওভারে অর্জুনের দুর্দান্ত বোলিংয়ে জয়ের হ্যাটট্রিক মুম্বইয়ের

আইপিএলে নিজের প্রথম উইকেটটি তুলে নিলেন অর্জুন।

IPL 2023: Mumbai Indians beats Sunrisers by 14 runs | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 18, 2023 11:24 pm
  • Updated:April 18, 2023 11:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL 2023) শুরুটা খারাপ হওয়ার পর কামব্যাক করেছে দুই দলই। দুটি দলই নিজেদের শেষ দু’টি ম্যাচ জিতে এসেছিল। সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ যে টানটান হতে চলেছে, সে প্রত্যাশা ছিলই। হলও তাই। ভাল ব্যাটিং, ভাল বোলিং, নাটকীয় পটপরিবর্তন, এবং দুর্দান্ত ফিল্ডিং, সবই ছিল এদিনের ম্যাচে। দিনের শেষ হাসিটা অবশ্য হাসল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। গ্রিনের অলরাউন্ড পারফরম্যান্স এবং শেষ ওভারে অর্জুন তেণ্ডুলকরের অনবদ্য বোলিংয়ের সুবাদে ১৪ রানে জিতলেন রোহিতরা। 

এদিন টস জিতে মুম্বইকে প্রথমে ব্যাটিং করতে পাঠায় সানরাইজার্স (Sunrisers Hydrabad)। কিন্তু সেই সিদ্ধান্ত একপ্রকার ভুল প্রমাণ করে দিয়ে মুম্বই ১৯২ রানের বিশাল ইনিংস গড়ে ফেলে। রোহিত শর্মা (Rohit Sharma) এবং ঈশান কিষান (Ishan Kishan) শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। রোহিত শর্মা ৪১ রানের মাথায় আউট হওয়ার পর ইনিংসের হাল ধরেন গ্রিন এবং ঈশান। একটা সময় জুটি বেঁধে সানরাইজার্স বোলারদের বেশ ভালমতো বিপাকে ফেলেছিলেন দুই তরুণ তারকা। কিন্তু ৩৮ রানে ঈশান আউট হয়ে গেলে ফের ছন্দপতন ঘটে। অন্যপ্রান্তে অবশ্য গ্রিন অনবদ্য ৬৪ রানের ইনিংস খেলেন। শেষদিকে তিলক বর্মা ১৭ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে মুম্বইকে ১৯২ রানে পৌঁছে দেন।

Advertisement

[আরও পড়ুন: AI ব্যবহারের ফল, এবার পর্ন ছবিতে দেখা যেতে পারে আপনার মুখও! আশঙ্কা বিশেষজ্ঞদের]

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি হায়দরাবাদের। ১১ রানের মাথাতেই প্যাভিলিয়নে ফেরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ন ব্রুক। দ্রুত ফিরে যান রাহুল ত্রিপাঠীও। মায়াঙ্ক এবং মার্করাম জুটি বেঁধে পালটা আক্রমণ শুরু করেন। কিন্তু মার্করাম (২২) এবং অভিষেক শর্মা (১) পরপর আউট হয়ে যাওয়ায় ফের বিপর্যয়ের মুখে পড়ে যায় হায়দরাবাদ। সেসময় ৯ ওভার ১ বলে ৭২ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল অরেঞ্জ আর্মির। সেখান থেকে ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের গতি ঘুরিয়ে দেন ক্লাসান। তিনি করেন ১৬ বলে ৩৬ রান। কিন্তু ক্লাসানের উইকেটের পর ফের পরপর উইকেট হারাতে থাকে হায়দরবাদ। জ্যানসন, সুন্দররা আউট হওয়ার পর সমীকরণ আরও কঠিন হয়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: নারদ মামলা: তদন্ত শেষ করেনি CBI, FIR থেকে নাম বাদের আরজি নিয়ে হাই কোর্টে TMC সাংসদ]

শেষ ওভারে জয়ের জন্য হায়দরাবাদের দরকার ছিল ২০ রান। রোহিত শর্মা বল তুলে দেন অনভিজ্ঞ অর্জুন তেণ্ডুলকরের (Arjun Tendulkar) হাতে। সামনে ছিলেন আবদুল সামাদ এবং ভুবনেশ্বর কুমার। আইপিএলে যেখানে এক ওভারে ২৯ রানও নিরাপদ নয়, সেখানে ২০ রান পুঁজি করে অনবদ্য বোলিং করলেন শচীনপুত্র। তাঁর অনবদ্য বোলিংয়ের জেরে ধারেকাছেই পৌঁছাতে পারল না হায়দরাবাদ। শেষ ওভারে মাত্র ৫ রান দিয়ে একটি উইকেটও তুলে নেন অর্জুন। মুম্বই যেতে ১৪ রানে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ