Advertisement
Advertisement
IPL 2023

কলকাতায় এসেই নিজের রেস্তরাঁয় কোহলি, খাওয়ালেন আরসিবি’র সতীর্থদের

আরসিবির বিরুদ্ধে কেকেআর দলে ফিরতে পারেন লকি ফার্গুসন।

IPL 2023: Virat Kohli Treats RCB Teammates At Own Restaurant in Kolkata | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 5, 2023 11:31 am
  • Updated:April 5, 2023 11:32 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের শহরে পার্ক স্ট্রিটের রাস্তায় ঘুরে বেড়ালেন বিরাট কোহলি, ম্যাক্সওয়েল, ফ্যাফ ডু প্লেসিসরা। গল্প নয়, সত্যিই। ক্যামেরাবন্দি হয়ে সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

হাইভোল্ডেজ ম্যাচে রোহিত শর্মার মুম্বইকে হারিয়ে এবারের আইপিএল (IPL 2023) অভিযান শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। আত্মবিশ্বাসে ফুটছে গোটা দল। এবার বিরাট কোহলিদের লক্ষ্য ইডেন গার্ডেন্সে কেকেআর বধ। যার জন্য চলছে জোর প্রস্তুতি। যদিও মঙ্গলবার সন্ধেয় অনুশীলনে নামেননি কোহলি। তাঁকে অবশ্য পরে পাওয়া গেল অন্য জায়গায়। সতীর্থদের সঙ্গে নিয়ে তিনি সোজা চলে গিয়েছিলেন নিজের রেস্তরাঁয়।

Advertisement

[আরও পড়ুন: ‘প্রতিহিংসাপরায়ণ নয়, প্রকৃত রাষ্ট্রনায়ক তিনি’, ফের মোদি-বন্দনায় গুলাম নবি আজাদ]

ওয়ান এইট কমিউন। পার্ক স্ট্রিট এলাকার এই রেস্তরাঁর মালিক যে কোহলি (Virat Kohli), তা তো সকলেরই জানা। সেই রেস্তরাঁতেই মঙ্গলবার রাতে ঢুঁ মারেন প্রাক্তন অধিনায়ক। তবে তিনি একা নন। সঙ্গে ছিলেন আরসিবি অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস, মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল-সহ অন্য সতীর্থরা। তাঁদের খাওয়ালেন রেস্তরাঁর সমস্ত স্পেশ্যাল ডিশ। সেই ছবিই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তারকারা ধরা দিয়েছেন ক্যাজুয়াল পোশাকে। মুখে চওড়া হাসি। বোঝাই যাচ্ছে, আইপিএল নিজেদের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তাঁরা।

আরসিবি আত্মবিশ্বাসের শিখরে থাকলেও বেশ চিন্তায় কেকেআর (KKR) শিবির। গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। তার উপর শাকিব আল হাসানও খেলবেন না আইপিএলে। অনিশ্চিত লিটন দাসও। ফলে প্রথম একাদশ বেশ নড়বড়ে নাইটদের। আবার প্রথম ম্যাচেই মুথ থুবড়ে পড়েছিল দল। এহেন পরিস্থিতিতে আরসিবির বিরুদ্ধে খেলা বড় চ্যালেঞ্জ বইকী। তবে শোনা যাচ্ছে, বৃহস্পতিবারের ম্যাচে লকি ফার্গুসনকে পাবে কেকেআর। তিনি প্র্যাকটিসেও যোগ দিয়েছেন।

[আরও পড়ুন: আশঙ্কাই সত্যিই, গোটা IPL থেকে ছিটকে গেলেন শ্রেয়স, বাদ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ