Advertisement
Advertisement
Shreyas Iyer

আশঙ্কাই সত্যিই, গোটা IPL থেকে ছিটকে গেলেন শ্রেয়স, বাদ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও

জানা গিয়েছে, বিদেশে অস্ত্রোপচার করাতে যাবেন শ্রেয়স।

Shreyas Iyer Ruled Out of IPL 2023 and WTC Final | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:April 4, 2023 6:51 pm
  • Updated:April 4, 2023 7:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কাই সত্যি হল। পিঠের চোটের কারণে গোটা আইপিএল থেকেই বাদ পড়লেন কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। শুধু তাই নয়, চলতি বছর জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও খেলতে পারবেন না তিনি। যা নিঃসন্দেহে কেকেআর এবং ভারতীয় শিবিরের জন্য বড় ধাক্কা।

জানা গিয়েছে, বিদেশে অস্ত্রোপচার করাতে যাবেন শ্রেয়স। তারপর অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ফলে একটা লম্বা সময়ের জন্যই ভারতীয় তারকা ব্যাটারকে পাওয়া যাবে না। উল্লেখ্য, অজিবাহিনীর বিরুদ্ধে দ্বিতয় ও তৃতীয় টেস্ট খেলেছিলেন শ্রেয়স। কিন্তু পিঠের ব্যথার জন্য চতুর্থ টেস্টে আর খেলা হয়নি তাঁর। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে ছিটকেও গিয়েছিলেন শ্রেয়স (Shreyas Iyer)। তাঁর পরিবর্তে ডাক পান সূর্যকুমার যাদব। যদিও তাঁর পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক।

Advertisement

[আরও পড়ুন: ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব নিতে চলেছেন লোবেরা, অপেক্ষা সরকারি ঘোষণার]

অন্যদিকে শ্রেয়সের অনুপস্থিতিতে কাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে, তারও হিসেবনিকেশ শুরু করেছিল কেকেআর। পরে নীতীশ রানার নাম অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে ঘোষিত হয়। কারণ কেকেআরের আশা ছিল টুর্নামেন্টের দ্বিতীয় ভাগে অন্তত শ্রেয়স ফিরতে পারেন। তবে এবার সে আশাও শেষ।

Advertisement

এদিকে, জুনের ৭ তারিখ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final)। একেই দুর্ঘটনার কবলে পড়ায় জাতীয় দলের বাইরে ঋষভ পন্থ। চোটের কবলে পড়ে দীর্ঘদিন ধরে খেলতে পারছেন না জশপ্রীত বুমরাহও। এবার চিকিৎসকরা শ্রেয়সকে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়ায় সেই গুরুত্বপূর্ণ ম্যাচেও ভারত পাবে না তাঁকে। ফলে তাঁর বিকল্প হিসেবে কাকে নেওয়া হয়, সেটাই এখন দেখার।

[আরও পড়ুন: পথ আটকে দাঁড়িয়ে BJP নেতার গাড়ি, অ্যাম্বুলেন্সেই মৃত্যু রোগীর, উলটে তোপ রোগীর পরিজনদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ