Advertisement
Advertisement

Breaking News

BJP

পথ আটকে দাঁড়িয়ে BJP নেতার গাড়ি, অ্যাম্বুলেন্সেই মৃত্যু রোগীর, উলটে তোপ রোগীর পরিজনদের

ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল যোগীরাজ্যে।

Uttar Pradesh BJP Leader's Car Blocks Ambulance and Patient died | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:April 4, 2023 5:51 pm
  • Updated:April 4, 2023 5:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতার নির্মম চেহারা দেখল উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। পথ আটকে দাঁড়িয়ে ছিল বিজেপি (BJP) নেতার গাড়ি। যার ফলে আটকে পড়ে একটি অ্যাম্বুলেন্স। ওই অ্যাম্বুলেন্সে ছিলেন হৃদরোগে আক্রান্ত ব্যক্তি। নেতার গাড়ি না সরায় মাঝ রাস্তায় আটকে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হল ওই রোগীর। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক)। দেখা গিয়েছে উলটে অ্যাম্বুলেন্স চালককেই হুমকি দিচ্ছেন উমেশ মিশ্র নামের ওই বিজেপি নেতা।

সূত্রের খবর, অ্যাম্বুলেন্সে মৃত রোগীর নাম সুরেশ চন্দ। শনিবার বুকে ব্যথা নিয়ে সীতাপুর জেলা সরকারি হাসপাতালে গিয়েছিলেন তিনি। তৎক্ষণাৎ চিকিৎসকরা তাঁকে লখনউয়ের হাসপাতালে যেতে বলেন। সেই মতো একটি অ্যাম্বুলেন্সে রোগীকে লখনউয়ের উদ্দেশে রওনা দেওয়া হয়। যদিও সীতাপুরের ওই হাসপাতালের বাইরেই পথজুড়ে দাঁড়িয়ে ছিল বিজেপি নেতার গাড়ি। বার বার হর্ন দেওয়ার পরেও সরানো হয়নি গাড়ি। এক সময় বাইরে বেরিয়ে দাঁড়িয়ে থাকা সাদা গাড়ির চালকের খোঁজ শুরু করেন অ্যাম্বুলেন্স চালক।

Advertisement

[আরও পড়ুন: কর্ণাটকে গোরক্ষক বাহিনীর হাতে মুসলিম ব্যক্তি হত্যাকাণ্ড: ধৃতের বিজেপি ঘনিষ্ঠতা প্রকাশ্যে]

এভাবেই মহামূল্যবান ৩০ মিনিট অতিবাহিত হয়। এবং সময় মতো চিকিৎসা না পেয়ে মৃত্যু হয় অ্যাম্বুলেন্সের রোগীর। এক সময় ঘটনাস্থলে হাজির হন বিজেপি নেতা উমেশ মিশ্র। অ্যাম্বুলেন্স চালক রাস্তা আটকানোর অভিযোগ করলে তিনি উলটে ধমক দেন। ভিডিওতে দেখা গিয়েছে, নিজেকে বিজেপি নেতা তথা ব্লকের বিজেপি প্রধান রামকিঙ্কর পাণ্ডের ভাই বলে দাবি করছেন উমেশ। মৃতের পরিজনদের তিনি হুমকি দেন, বাড়াবাড়ি করলে পুলিশকে দিয়ে মিথ্যে মামলায় ফাঁসিয়ে ‘ফিনিশ’ করে দেবেন। উমেশ আরও দাবি করেন, জেলাশাসক এবং পুলিশ সুপার তাঁর মতামত নিয়ে চলেন।

Advertisement

[আরও পড়ুন: নৃশংস, ডিজে’র মিউজিক বন্ধ করতে বলায় অন্তঃসত্ত্বাকে গুলি প্রতিবেশীর! নষ্ট ভ্রূণ]

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ঘটনাস্থলে কয়েক জন পুলিশকর্মীও উপস্থিত। যদিও তাঁদেরও নীরব দর্শক হিসেবেই দেখা গিয়েছে। রোগীর পরিজন এবং অ্যাম্বুলেন্স চালককে চোখ রাঙিয়ে নির্বিঘ্নে এলাকা ছাড়েন অভিযুক্ত বিজেপি নেতা উমেশ মিশ্র।ঘটনার কথা প্রকাশ্যে আসার পর অবশ্য খোঁজ শুরু হয়েছে অভিযুক্তের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ