Advertisement
Advertisement
IPL 2024

আহমেদাবাদে নামলেই কটাক্ষের শিকার হবেন হার্দিক! কার হুঁশিয়ারির মুখে মুম্বই অধিনায়ক?

হার্দিকের হাত ধরে ঘুরে দাঁড়াবে মুম্বই?

IPL 2024: Aakash Chopra wants Hardik Pandya to be booed by the Ahmedabad crowd in IPL, find out why। Sangbad Pratidin

হার্দিক পাণ্ডিয়া। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 23, 2024 8:32 pm
  • Updated:March 13, 2024 12:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক বছর থেকে এবারের আইপিএল (IPL 2024) একটু আলাদাভাবে শুরু হবে। গতবারের দুই ফাইনালিস্ট দল এবার প্রথম ম্যাচ খেলবে না। ২২ মার্চ থেকে শুরু হতে চলা আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। ২৪ মার্চ গতবারের রানার্স আপ গুজরাট টাইটান্স (Gujarat Titans) তাদের প্রথম ম্যাচ খেলবে আহমেদাবাদে। এবং প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। সূচি প্রকাশ হওয়ার পর থেকেই এই ম্যাচ নিয়ে আগ্রহ তুঙ্গে। কারণ হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। যিনি সবাইকে চমকে দিয়ে গুজরাটকে বিদায় জানিয়ে মুম্বইতে ফিরে গিয়েছেন।

আকাশ চোপড়া বলেন, “আমি চাই হার্দিককে আহমেদাবাদের ক্রিকেটপ্রেমীরা আওয়াজ দিক! এবং আমার বিশ্বাস হার্দিক এমন ঘটনার সম্মুখীন হবেই।” কিন্তু কেন মন্তব্য করলেন আকাশ? তিনি যোগ করেন, “প্রথম আইপিএলে মুম্বই ও কলকাতার মধ্যে ম্যাচ ছিল। আমরা কলকাতার হয়ে ওয়াংখেড়েতে খেলছিলাম। সেই সময় অজিত আগারকরকে বাউন্ডারিতে দাঁড় করাই। কিন্তু সমর্থকরা সেই সময় অজিত আগারকরকে দেখে আওয়াজ দিতে থাকে। কারণ অজিতের রাজ্য দল হল মুম্বই। তবে ও আইপিএলে খেলছিল কলকাতার হয়ে। আমি মনে হয় হার্দিকের সঙ্গে এমনই ঘটনা ঘটবে।”

Advertisement

[আরও পড়ুন: সেঞ্চুরি হাঁকিয়ে রুটের ঝুলিতে একগুচ্ছ রেকর্ড! কেন কনিষ্ঠা আঙুল দেখিয়ে সেলিব্রেশন?]

ভারতের প্রাক্তন ওপেনার ও প্রখ্যাত ধারাভাষ্যকার মনে করেন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হার্দিক নামলেই ওঁকে সমর্থকদের কটাক্ষ হজম করতে হবে! কারণটাও স্পষ্ট। কারণ ২০২২ সালে আইপিএলে নেমেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। দলকে ট্রফি জেতানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন অধিনায়ক হার্দিক। এহেন হার্দিকের নেতৃত্বে গতবারও ফাইনালে খেলেছিল গুজরাট। জয় প্রায় নিশ্চিত হলেও রুদ্ধশ্বাস ম্যাচের শেষ দিকে জয় ছিনিয়ে নেয় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। সেই হার্দিক মুম্বইয়ের অধিনায়ক হওয়ার পর থেকেই সোশাল মিডিয়াতে তাঁর প্রতি ক্ষোভ বাড়তে শুরু করেছে।

Advertisement

গুজরাট ফ্র্যাঞ্চাইজির মুখ ছিলেন হার্দিক। কিন্তু এবার মুম্বইতে যোগ দেওয়ার পরেই রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেটা নিয়েও অনেক বিতর্ক হয়েছে। সোশাল মিডিয়াতে কমে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের ফলোয়ার। এহেন হার্দিক সব বিতর্ককে সরিয়ে মুম্বইকে ট্রফি জেতাতে পারেন কিনা সেটাই দেখার।

[আরও পড়ুন: বুমরাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কাকে তিন উইকেট উৎসর্গ করলেন আকাশ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ