Advertisement
Advertisement
IPL 2024

IPL 2024: হার্দিকের জায়গা ভরাট করতে পারবেন গুজরাটের নতুন অধিনায়ক শুভমান?

অধিনায়ক হিসেবে শুভমানের শক্তি ও দুর্বলতা।

IPL 2024: Shubman Gill to be Gujarat Titans new captain in place of Hardik Pandya। Sangbad Pratidin

ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়কত্ব করতেও মুখিয়ে রয়েছেন শুভমান গিল। ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 27, 2023 10:30 am
  • Updated:March 13, 2024 4:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) ফের একবার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জার্সি গায়ে চাপিয়ে নেওয়া সময়ের অপেক্ষা। এক্ষেত্রে প্রশ্ন গুজরাট টাইটান্সের (Gujarat Titans) নতুন অধিনায়ক কে হবেন? আইপিএল (IPL) জয়ী এই দলে তারকার ছড়াছড়ি। কেন উইলিয়ামসন (Kane Williamson), রশিদ খানের (Rashid Khan) মতো তারকারা রয়েছেন। দুই বিদেশি নিজেদের দেশকে নেতৃত্ব দিয়েছেন। যদিও শোনা যাচ্ছে শুভমান গিল (Shubman Gill) অধিনায়ক হিসেবে এই মুহূর্তে সেরা বিকল্প। কিন্তু তারকা ব্যাটার কী অধিনায়ক হিসেবেও নিজেকে তুলে ধরতে পারবেন? 

কিন্তু দলে একাধিক সিনিয়র থাকতে কেন শুভমানের হাতে ব্যাটন তুলে দেওয়া হতে পারে? এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে গত আইপিএল-এর একটি ঘটনা। ২০২৩ সালের ক্রোড়পতি লিগ শুরু হওয়ার আগে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিল গুজরাট। দলের ভবিষ্যতের অধিনায়ক কে হতেন পারেন? গুজরাটের ডিরেক্টর অফ ক্রিকেট ব্রিক্রম সোলাঙ্কিকে এই প্রশ্ন করা হয়েছিল। সেই সময় তিনি বলেছিলেন, “শুভমানের মধ্যে আলাদা করে নেতৃত্ব নেওয়ার ক্ষমতা রয়েছে। ও নিজে থেকে দায়িত্ব নিতে পারে। আমার মতে এটা গুরুত্বপূর্ণ নয় যে কার নামের পাশে অধিনায়ক বলে লেখা আছে। ও ২০২২ সাল বছর থেকেই দায়িত্ব নিয়ে খেলছে। প্রতিটা ম্যাচেই পেশাদারিত্ব দেখিয়েছে।’ এর পর শুভমানের প্রশংসা করে বিক্রম সোলাঙ্কি আরও বলেছিলেন, “শুভমান অবশ্যই ভবিষ্যতের অধিনায়ক হতে পারে। কিন্তু সত্যি বলতে কি এখনও এই বিষয় নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ওর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। অসম্ভব প্রতিভাবান ও। গিলের ক্রিকেটীয় বুদ্ধিও অসাধারণ। যে কারণে আমরা কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে শুভমনের সঙ্গেও আলোচনা করি।”

Advertisement

[আরও পড়ুন: মারকুটে ইনিংসের রহস্য কী? অকপটে জানিয়ে দিলেন অজিদের বধ করা রিঙ্কু]

Shubman Gill and Hardik Pandya
অধিনায়ক হিসেবে হার্দিকের যোগ্য উত্তরসূরী হতে পারবেন শুভমান? ফাইল ছবি

ক্রিকেট পণ্ডিতদের মতে, গুজরাট চাইছে দলে এমন একজন ক্রিকেটারকে অধিনায়ক করতে যিনি খেলোয়াড় হিসেবে তরুণ এবং বড় মঞ্চে পারফর্মার। সেদিক থেকে শুভমান সবার চেয়ে এগিয়ে রয়েছেন। কলকাতা নাইট রাইডার্স থেকে গুজরাটে এসে এই ফ্র্যাঞ্চাইজির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পঞ্জাব তনয়। সুতরাং ভবিষ্যতের দিকে তাকিয়ে তাঁকে অধিনায়কত্ব করা হতে পারে। তবে অধিনায়কত্বের চাপে যাতে তার ফর্ম না হারায় সেটা নিয়েও নাকি শুভমানের সঙ্গে কথা বলেছেন দলের কোচ আশিস নেহরা।

কিন্তু প্রশ্ন হল অনভিজ্ঞ অধিনায়ক শুভমান কি আইপিএল-এর মতো বড় মঞ্চে গুজরাটের ব্যাটন সামলাতে পারবেন? সেটা নিয়ে জোর আলোচনা চলছে। ঠিক তেমনই আর এক শ্রেণির দাবি কেন উইলিয়ামসন, রশিদ খান, ঋদ্ধিমান সাহাদের মতো অভিজ্ঞদের উপস্থিতিতে গুজরাটকে এগিয়ে নিয়ে যেতে শুভমানের সমস্যা হবে না। বাকিটা সময় বলবে। কারণ সব বিশ্বমানের ব্যাটারই যে অধিনায়ক হিসেবে দারুণ ফল করেছেন, এমনটা কিন্তু ঘটেনি।

[আরও পড়ুন: ‘যশ’ ছড়িয়ে নতুন রেকর্ড বুকে জায়গা করে কোন ইতিহাসে নাম লেখালেন যশস্বী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ