সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিরছে আইপিএল। ফিরছে চেনা উদ্দীপনা। আর শুরুতেই ‘ক্ল্যাশ অব দ্য টাইটানস’। সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বড় দুটি নাম মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই অধিনায়কের দল। একদিকে, ৩ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস, অন্যদিকে একাধিক বার ফাইনালে উঠেও ব্যর্থ হওয়া বেঙ্গালুরু। তবে, এবারে সেই ব্যর্থতার ছবিটা পালটে দিতে চাইবেন কোহলিরা।
[আইপিএল শুরুর আগেই নেটিজেনদের রোষের মুখে বুমরাহ]
খাতায় কলমে দুই দল প্রায় সমশক্তিসম্পন্ন। অভিজ্ঞতার বিচারে ধোনির সিএসকে কিছুটা এগিয়ে থাকলেও কোহলি-এবিরা যে কোনও সময় খেলার অঙ্ক বদলে দিতে পারেন। গতবারের চ্যাম্পিয়নদের মূল শক্তি চেনা একাদশ। শেন ওয়াটসন, ফাফ দু প্লেসিস, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, ধোনি, কেদার যাদব, ব্র্যাভো, জাদেজাদের মতো চেনা মুখগুলোই ভরসা দিচ্ছে চেন্নাইকে। তবে, কিছুটা চিন্তা থাকবে বোলিং বিভাগে। কারণ, টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গিয়েছেন দলের অন্যতম ভরসার জায়গা লুঙ্গি এনগিডি। তাঁর পরিবর্তে বোলিং বিভাগের ভার থাকবে, মোহিত শর্মা, ডেভিড উইলি এবং দীপক চাহারদের উপরে।
অন্যদিকে, আরসিবি মূলত বিরাট-এবি জুটির উপরই নির্ভরশীল। তবে, সেই সঙ্গে পার্থিব প্যাটেল, মইন আলি, সিমরন হেটমেয়াররাও রয়েছেন। বোলিং বিভাগের দায়িত্ব থাকছে টিম সাউদি, উমেশ যাদব, মহম্মদ সিরাজ এবং যুজবেন্দ্র চাহালের উপরে। এছাড়াও ওয়াশিংটন সুন্দর, শুভম দুবের মতো ভারতীয় অলরাউন্ডাররাও থাকছেন।
[প্রথম ম্যাচের টিকিট বিক্রির সব টাকা পুলওয়ামার শহিদদের পরিবারকে দান করবে CSK]
খাতায় কলমে দুই দলের শক্তি কমবেশি সমান হলেও পরিসংখ্যান এগিয়ে রাখছে ধোনিদেরই। দুই দলের শেষ ৬ সাক্ষাতের ৬টিতেই জিতেছে চেন্নাই। এছাড়া, চেন্নাইয়ের নিজের মাঠে ৭টি ম্যাচের মধ্যে ৬টি গিয়েছে ধোনিদের দখলে। তাছাড়া ঘরের মাঠে চেন্নাইয়ের দর্শক সমাগমও একটা ফ্যাক্টর হয়ে উঠতে পারে। ধোনিদের অনুশীলনেই হাজির হয়েছিলেন প্রায় ১২ হাজার মানুষ। আর ইতিমধ্যেই সব টিকিটও বিক্রি হয়ে গিয়েছে। তাই, হাজার হাজার সমর্থকের সামনে সিএসকে-কে হারানোটা বেশ কঠিন কাজই হবে বিরাটদের জন্য।