Advertisement
Advertisement
BCCI Contract

রনজি না খেলার শাস্তি, বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ঈশান-শ্রেয়স

কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন ঋষভ পন্থ।

Ishan Kishan and Shreyas Iyer snubbed from BCCI contract | Sangbad Pratidin

শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণের টেস্ট ভবিষ্যৎ প্রশ্নের মুখে।

Published by: Anwesha Adhikary
  • Posted:February 28, 2024 6:01 pm
  • Updated:February 28, 2024 7:13 pm

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: জল্পনায় সিলমোহর। বিসিসিআইয়ের (BCCI) চুক্তি থেকে বাদ পড়লেন ঈশান কিষান ও শ্রেয়স আইয়ার। বোর্ড সূত্রে জানা গিয়েছে, চুক্তি নবীকরণের সময়ে এই দুই ক্রিকেটারের কথা বিবেচনাই করা হয়নি। অন্যদিকে, দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকা ঋষভ পন্থকে রাখা হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে। জীবনে প্রথমবার কেন্দ্রীয় চুক্তিতে ঢুকে পড়েছেন যশস্বী জয়সওয়াল। 

সূত্রের খবর অনুযায়ী, বোর্ডের নির্দেশকে উপেক্ষা করে ঘরোয়া ক্রিকেট না খেলায় কিষান ও আইয়ারের উপরে সন্তুষ্ট নয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। উল্লেখ্য, ২০২২-২৩ মরশুমের কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী সি ক্যাটেগরিতে ছিলেন ঈশান কিষান (Ishan Kishan)। শ্রেয়স আইয়ার ছিলেন বি ক্যাটেগরিতে। কিন্তু বারবার রনজি ট্রফি খেলার নির্দেশ দেওয়া সত্ত্বেও উপেক্ষা করেছিলেন বিশ্বকাপের স্কোয়াডে থাকা দুই ক্রিকেটার।

Advertisement

[আরও পড়ুন: একবারে ৩৯ ধাপ, আইসিসি ক্রমতালিকায় বিরাট লাফ ইংল্যান্ড বধের নায়কের]

তার পরেই শোনা যায়, রনজি না খেলার শাস্তি হিসাবেই কেন্দ্রীয় চুক্তি থেকে ছেঁটে ফেলা হবে শ্রেয়স (Shreyas Iyer) ও ঈশানকে। বুধবার ২০২৩-২০২৪ মরশুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। সবমিলিয়ে ৩০জন ক্রিকেটারকে রাখা হয়েছে চুক্তিতে। সেখানে একঝাঁক নতুন মুখ থাকলেও জায়গা পাননি দুই তারকা ক্রিকেটার। বোর্ডের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, চুক্তি নিয়ে আলোচনার সময়ে ঈশান কিষান ও শ্রেয়স আইয়ারের নাম বিবেচনাই করা হয়নি।

Advertisement

নতুন চুক্তি প্রকাশ করার পাশাপাশি রনজি খেলা নিয়ে আবারও কড়া বার্তা দিয়েছে বোর্ড। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যেসমস্ত ক্রিকেটাররা জাতীয় দলের হয়ে খেলছেন না তাঁদের অবশ্যই ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে। অন্য টুর্নামেন্ট খেলার থেকে ঘরোয়া ক্রিকেটকেই অগ্রাধিকার দিতে হবে বলেই নির্দেশ বোর্ডের।

[আরও পড়ুন: তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিন কলকাতাতেই হবে ISL ডার্বি? মিলল বড় আপডেট

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ