ছবি এক্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অনন্য এক নজির গড়লেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাডা। ১৪১ বছরের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই বিরল রেকর্ড স্পর্শ করলেন তিনি। কী সেই নজির?
হোম এবং অ্যাওয়ে ড্রেসিংরুমের বোর্ডে নাম উঠেছে ৩০ বছর বয়সি এই গতি তারকার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে প্রথম ইনিংসে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছেন রাবাডা। লর্ডসের নিয়ম হল, টেস্টে কেউ সেঞ্চুরি বা পাঁচ উইকেট নিলে সেই স্বীকৃতি বোর্ডে লেখা থাকে। সেই মতো ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার গর্ডন গ্রিনিজের পাশে নাম লেখালেন রাবাডাও।
উল্লেখ্য, ১৯৮৪ এবং ১৯৮৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রিনিজের রান ছিল যথাক্রমে ২১৪ এবং ১০৩। আর লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে ৫১ রানে ৫ উইকেট নেওয়ার আগে ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট নেওয়ার কারণে আগে থেকেই অ্যাওয়ে বোর্ডে ছিলেন রাবাডা।
রীতি হল নামগুলি স্বর্ণাক্ষরে লেখার। কিন্তু এখন টেস্ট চলছে। সেই কারণে গ্রিনিজের পাশে আপাতত তাঁর নাম তোলা হয়েছে ব্যাটিং টেপ দিয়ে। এই প্রসঙ্গে তিনি বলেন, “এটা দারুণ একটা অনুভূতি।’ প্রসঙ্গত, রাবাডার দুর্ধর্ষ বোলিংয়েই ম্যাচে ফেরে দক্ষিণ আফ্রিকা। তাদের সামনে অস্ট্রেলিয়া রেখেছে ২৮২ রানের লক্ষ্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.