৮ আশ্বিন  ১৪৩০  মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

‘দেখুন, বিরাট কী দারুণ ফিট আর রোহিত…’, কী বললেন কপিল?

Published by: Krishanu Mazumder |    Posted: February 23, 2023 3:19 pm|    Updated: February 23, 2023 3:19 pm

Kapil Dev issued a rather stern remark on Rohit Sharma's fitness । Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে ২-০ এগিয়ে ভারত। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারত তৃতীয় টেস্টে নামবে ১ মার্চ। এই অস্ট্রেলিয়া দল হিসেবে দুর্বল। প্রাক্তনরা মনে করছেন, রোহিতের ভারত চার টেস্টের সিরিজ ৪-০-তেই জিতবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দাপট নিয়ে সংশয় নেই কপিলের (Kapil Dev) কিন্তু রোহিতের ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে ৮৩-র বিশ্বজয়ী অধিনায়কের মনে।

কপিল বলছেন, ”ফিট হওয়া খুব জরুরি। অধিনায়ক হিসেবে আরও দরকারি ফিট হওয়া। যদি কেউ ফিট না হয়, তাহলে এটা লজ্জার ব্যাপার। রেহিতকে আরও পরিশ্রম করতে হবে ওর ফিটনেস নিয়ে।” ব্যাটার রোহিতকে নিয়ে কপিলের মনে অবশ্য কোনও সন্দেহই নেই। তিনি বলছেন, ”রোহিত দুর্দান্ত ব্যাটার। কিন্তু টিভিতে রোহিতকে দেখে মনে হয় ওর ওজন একটু বেশিই। তবে টিভিতে একজনকে দেখে যেরকম মনে হয়, সামনাসামনি দেখলে অন্যরকম লাগতেই পারে। কিন্তু আমার যেটা মনে হয়, তা হল, একজন দুর্দান্ত ক্রিকেটারের পাশাপাশি রোহিত একজন দুর্দান্ত অধিনায়ক। কিন্তু ওকে ফিট থাকতে হবে। বিরাট কোহলির দিকে তাকান, দেখলেই মনে হবে ও দারুণ ফিট।” 

[আরও পড়ুন: ‘১৬০ কিমি বেগে বল করব’, উমরান মালিককে গতিতে বেগ দিতে চান পাক বোলার]

 

এবারের বর্ডার-গাভাসকর সিরিজে ভারতের দাপট চলছেই। প্রথম দুটো টেস্টে অস্ট্রেলিয়াকে দাঁড়াতেই দেয়নি ভারত। অজিদের দুর্বলতা দেখার পরে প্রাক্তনরা বলতে শুরু করে দিয়েছেন, এই অস্ট্রেলিয়া দলে আগ্রাসনটাই দেখা যাচ্ছে না। হরভজন সিংয়ের মতো প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ১০ ম্যাচের টেস্ট সিরিজও যদি হয় তাহলেও অস্ট্রেলিয়া ১০-০ হারবে।

[আরও পড়ুন: পিএসএলে চার ম্যাচে হার, হতাশায় মেজাজ হারালেন করাচি কিংসের প্রেসিডেন্ট আক্রম]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে