Advertisement
Advertisement
Kieron Pollard

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন দায়িত্বে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ, কোন ভূমিকায় তিনি?

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৪ জুন। শেষ ৩০ জুন।

Kieron Pollard joined as an assistant coach of England for T20 World Cup । Sangbad Pratidin

নতুন দায়িত্বে মুম্বইয়ের ব্যাটিং কোচ। ফাইল চিত্র।

Published by: Krishanu Mazumder
  • Posted:December 25, 2023 3:03 pm
  • Updated:December 25, 2023 3:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই মেগা ইভেন্টের জন্য ইংল্যান্ডের (England) সহকারী কোচ হয়েছেন কাইরন পোলার্ড (Kieron Pollard)। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) শুরু হবে ৪ জুন। শেষ হবে ৩০ জুন। ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের বল গড়াবে। স্থানীয় কন্ডিশন, আবহাওয়া, পিচের চরিত্র সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে পারবেন পোলার্ড। সেই কারণেই তাঁকে সহকারী কোচ হিসেবে নিয়োগ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালে। সেই বিশ্বকাপে জস বাটলারদের দলের কোচিং স্টাফ ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা মাইক হাসি। সেবার পাকিস্তানকে ফাইনালে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। 

[আরও পড়ুন: ‘ভারতই ফেভারিট, তবে দক্ষিণ আফ্রিকা ভোগাবে’, টেস্ট সিরিজের আগে অকপট ডোনাল্ড]

৩৬ বছর বয়সী পোলার্ড বিগ হিটার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ২০১২ সালে টি-টোয়েন্টি জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ছিলেন পোলার্ল্ড। তবে পোলার্ডের বিশ্বজোড়া খ্যাতি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলে খ্যাতি অর্জন করেছেন দীর্ঘদেহী এই ক্যারিবিয়ান তারকা। টি-টোয়েন্টিতে।
সেপ্টেম্বর মাসে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে শেষবার খেলেছিলেন পোলার্ড। কোচিংয়েও পা রেখেছেন তিনি। একসময়ে মুম্বই ইন্ডিয়ান্সের স্তম্ভ ছিলেন। এখন তিনি মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ। এবার বিশ্বকাপে ইংল্যান্ড দলের সহকারী কোচ হিসেবে দেখা যাবে তাঁকে।

Advertisement

[আরও পড়ুন: অবিশ্বাস্য! হার্দিককে দলে নেওয়ার জন্য গুজরাটকে ১০০ কোটি ট্রান্সফার ফি দিয়েছে মুম্বই!]

 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ