সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলে দুদ্দাড়িয়ে ছুটছে কেকেআরের (KKR) বিজয়রথ। তিন ম্যাচ খেলে দু’টি ম্যাচে জয় পেয়েছে নাইট বাহিনী। পয়েন্ট তালিকায় দু’নম্বরে রয়েছে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) দল। সর্বোচ্চ উইকেটশিকারীর পার্পল ক্যাপ রয়েছে পাওয়ার প্লেতে আগুন ঝরানো উমেশ যাদবের মাথায়। কেকেআর শিবিরে পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। ফলে এবার পূর্ণশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে চলেছে নাইট ব্রিগেড। আগামিকাল বুধবার মুম্বইয়ের বিরুদ্ধে নামতে চলেছে কেকেআর। সেই ম্যাচেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নাইটরা।
বরাবরই কেকেআরের শক্ত গাঁট মুম্বই ইন্ডিয়ান্স। যদিও পাঁচবারের আইপিএল (IPL 2022) চ্যাম্পিয়ন মুম্বই এবার দুটো ম্যাচ খেলে দুটোতেই হেরেছে। বুধবাসরীয় ম্যাচে রোহিত শর্মার দলের বিরুদ্ধে নামার আগেই সুপারহিরোর বেশে দেখা গেল নাইটদের। অধিনায়ক শ্রেয়স-সহ কয়েকজন নাইটকে দেখা গিয়েছে এই ভিডিওটিতে। সকলেই যুদ্ধসাজে সজ্জিত হয়ে ক্রিকেট মাঠে পা দিচ্ছেন, এমনটাই তুলে ধরা হয়েছে ভিডিওতে। কেকেআরের টুইটারে প্রকাশ করা হয়েছে এই ভিডিও।
[আরও পড়ুন: এই দক্ষিণী অভিনেত্রীতেই কি মজেছেন ভেঙ্কটেশ আইয়ার? সোশ্যাল মিডিয়ায় খুনসুটি ঘিরে জল্পনা]
পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা নাইটরা একত্রিত হচ্ছেন, সেই ঘটনা নিয়েই শুরু হচ্ছে ভিডিওটি (Video)। লন্ডন, সিডনি, কিংস্টন, মুম্বাই- এই চারটি জায়গা থেকে দেখানো হয়েছে নাইটরা প্রস্তুতি নিচ্ছেন। এর পরেই লম্বা সফর করে তাঁরা আসছেন একটি জায়গায়, সকলে একসঙ্গে মিলিত হতে। এই মহামিলনকে বলা হচ্ছে ‘গ্যালাক্সি অফ নাইটস’।
তারপরই দেখা যাচ্ছে একটি স্টেডিয়ামে ঢুকছেন নাইট বাহিনী। কেকেআরের পতাকার নিচে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছেন বেগুনি সোনালি জার্সিধারীরা। অধিনায়ক শ্রেয়স আইয়ার ছাড়াও রয়েছেন নিলামের আগে ধরে রাখা চার ক্রিকেটার আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার এবং বরুণ চক্রবর্তী। প্যাট কামিন্স এবং নীতীশ রানাও রয়েছেন এই সুপারহিরোর (Super Hero) দলে। ভিডিওটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বসিত কেকেআর ভক্তরা। এবার মাঠে নেমেও সুপারহিরোর মতোই খেলবে দল, সেই অপেক্ষাতেই রয়েছেন কেকেআর প্রেমীরা।
From London to Sydney, Mumbai to Kingston, the has assembled! #KKRHaiTaiyaar #IPL2022 #GalaxyOfKnightshttps://t.co/FUNKQ3e4FV
— KolkataKnightRiders (@KKRiders) April 5, 2022